শ্যামপুরে এসেওয়াইল্ড লাইফ অফ শ্যামপুর গ্রুপের সদস্য অর্পণ দাস, অয়ন বর, সমীরণ সামন্ত ও অনিরুদ্ধরা ক্রেতা সেজে এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন এবং তার কাছ থেকে কচ্ছপ কিনতে আগ্রহ প্রকাশ করেন। অর্পনবাবুদের কথায় রাজি হয়ে ওই ব্যক্তি তাদেরকে দুটি কচ্ছপ দেখান। এরপর ওই ব্যক্তির থেকে কচ্ছপ দুটি উদ্ধার করে তারা বনদপ্তরের হাতে তুলে দেন।পাশাপাশি, কচ্ছপ বিক্রি যে বেআইনি তাও ওই ব্যক্তিকে বোঝানোর চেষ্টা করেন সংগঠনের সদস্যরা। একই ভাবে ক্রেতা সেজে তারা অন্য একটি পাড়ায় গিয়ে আরেকটি কচ্ছপক উদ্ধার করেন। কচ্ছপগুলিকে উদ্ধার করে আপাতত বনদপ্তরের তরফে চিকিৎসার জন্য পাঠানো হয়। পরে দুটিকে ৫৮ নম্বর গেট ফরেস্ট অফিসের জলাশয়েছেড়ে দেওয়া হয়।
advertisement
এই বিষয়ে ওয়াইল্ডলাইফ অফ শ্যামপুর গ্রুপের কর্ণদারঅর্পণ দাস বলেন, শুধু এদিনই নয়, এইভাবে প্রায় প্রতিদিনই তাদের কাছে এধরণের ওসাধু চক্রের খবর আসে। মূলত বন্যার ফলে যেভাবে মানুষের মতো বন্য প্রাণীরাও সংকটের মধ্যে পড়েছে তা খুবই চিন্তাজনক। যদিও তিনি বলেন, এবিষয়ে তারা সংগঠনের পক্ষ থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই সমস্ত প্রাণীদের রক্ষা করতে। পাশাপাশি এবিষয়ে বনদপ্তরকে আরো বেশি করে সক্রিয় হতে আবেদন জানান তিনি।