অন্যদিকে, গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুর জেলায় ২২ জন করোনা সংক্রমিত হয়েছেন। এর মধ্যে, ৯ জন খড়্গপুর শহর ও গ্রামীণ এলাকার। এর মধ্যে, রেল ও আইআইটি সূত্রে ৪ জন। চাঙ্গুয়াল (গ্রামীণ) এলাকার ৩ জন ও শহরের ২ জন। মেদিনীপুর শহরে করোনা সংক্রমিত হয়েছেন ৮ জন। এর মধ্যে, পাটনা বাজারে ২ জন, রবীন্দ্র নগরে ২ জন এবং নেতাজিনগর, বিধাননগর, বাড়মানিকপুর ও মেডিক্যাল কলেজে ১ জন করে করোনা সংক্রমিত হয়েছেন। শালবনী (কোঁড়েদানা), ডেবরা (বড়গড়), নারায়ণগড়, ঘাটাল ও দাসপুরে ১ জন করে করোনা সংক্রমিত হয়েছেন গত চব্বিশ ঘণ্টায়।
advertisement
Location :
First Published :
October 26, 2021 11:41 PM IST
বাংলা খবর/ খবর/Local News/
পশ্চিম মেদিনীপুরেও ফিরল 'মাইক্রো কনটেনমেন্ট' জোন, ১২ টি জায়গা গন্ডীবদ্ধ বুধবার থেকে