TRENDING:

West Bardhaman News- রঙের উৎসবে সাদা পায়রা উড়িয়ে কলেজ পড়ুয়াদের বার্তা, 'যুদ্ধ নয়, শান্তি চাই'

Last Updated:

রঙের উৎসবে বার্তা, যুদ্ধ নয়, শান্তি চাই। রঙের উৎসবে সাদা পায়রা উড়িয়ে শান্তির পক্ষে সওয়াল কলেজ পড়ুয়াদের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পশ্চিম বর্ধমান- রঙের উৎসবে বার্তা, 'যুদ্ধ নয়, শান্তি চাই'। রঙের উৎসবে সাদা পায়রা উড়িয়ে শান্তির বার্তা কলেজ পড়ুয়াদের। কলেজে বিগত দুবছর পর আয়োজন করা হয়েছিল দোল উৎসবের। সেখানেই রংয়ের উৎসবের মধ্যে শান্তির পক্ষে সওয়াল করা হয়েছে। অভিনবভাবে এই দোলের আয়োজন করা হয়েছিল কুলটি কলেজের ছাত্র সংসদের তরফ থেকে। অনুষ্ঠানের শুরুতেই সাদা পায়রা উড়িয়ে শান্তির পক্ষে সওয়াল করেন ছাত্র সংসদের সদস্য থেকে শুরু করে কলেজ পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকারা সকলেই। তারপরে রঙের খেলায় মেতে ওঠেন সমস্ত কলেজ পড়ুয়া। আয়োজন করা হয়েছিল একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের।
advertisement

উল্লেখ্য, এই মুহূর্তে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে তোলপাড় গোটা বিশ্ব। ইতিমধ্যে তিন সপ্তাহ পার করেছে এই যুদ্ধ। যা নিয়ে রীতিমতো চিন্তিত গোটা বিশ্ব। যুদ্ধের ফলে গোটা বিশ্বের শান্তি বিঘ্নিত হচ্ছে বলে মনে করছে কূটনৈতিক মহল। তাই দোল উৎসবের মতো একটা আনন্দের দিনে যুদ্ধ থামানোর আর্জি জানিয়েছেন কলেজ পড়ুয়ারা। যে শান্তি বার্তা দিতে সামিল হয়েছিলেন কলেজের সকলে। তারপর এই বসন্ত উৎসবে মেতে উঠেছিলেন তারা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

প্রসঙ্গত, রাত পোহালেই দোল উৎসব। রঙের খেলায় মেতে উঠবে গোটা বাংলা। বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে প্রাক দোল। বসন্ত উৎসব কুলটি কলেজেও প্রাক দোল উৎসবের আয়োজন করা হয়েছিল, যেখানে শান্তি চাই বার্তা দেওয়া হয়েছে। করোনা অতিমারির কারণে দু'বছর কুলটি কলেজে দোল উৎসবের আয়োজন করা হয়নি। তবে এই মুহূর্তে সংক্রমণ অনেকটা আয়ত্তে রয়েছে। তাই ছাত্র সংসদের উদ্যোগে রঙের খেলায় মেতে  উঠছিলেন সকলে, কলেজ প্রাঙ্গণে, যেখানে দেওয়া হয়েছে অভিনব বার্তা। কলেজের এই অনুষ্ঠানে আসানসোল পুরসভার অনেক নবনির্বাচিত কাউন্সিলরকে হাজির থাকতে দেখা গিয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/Local News/
West Bardhaman News- রঙের উৎসবে সাদা পায়রা উড়িয়ে কলেজ পড়ুয়াদের বার্তা, 'যুদ্ধ নয়, শান্তি চাই'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল