উল্লেখ্য, এই মুহূর্তে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে তোলপাড় গোটা বিশ্ব। ইতিমধ্যে তিন সপ্তাহ পার করেছে এই যুদ্ধ। যা নিয়ে রীতিমতো চিন্তিত গোটা বিশ্ব। যুদ্ধের ফলে গোটা বিশ্বের শান্তি বিঘ্নিত হচ্ছে বলে মনে করছে কূটনৈতিক মহল। তাই দোল উৎসবের মতো একটা আনন্দের দিনে যুদ্ধ থামানোর আর্জি জানিয়েছেন কলেজ পড়ুয়ারা। যে শান্তি বার্তা দিতে সামিল হয়েছিলেন কলেজের সকলে। তারপর এই বসন্ত উৎসবে মেতে উঠেছিলেন তারা।
advertisement
প্রসঙ্গত, রাত পোহালেই দোল উৎসব। রঙের খেলায় মেতে উঠবে গোটা বাংলা। বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে প্রাক দোল। বসন্ত উৎসব কুলটি কলেজেও প্রাক দোল উৎসবের আয়োজন করা হয়েছিল, যেখানে শান্তি চাই বার্তা দেওয়া হয়েছে। করোনা অতিমারির কারণে দু'বছর কুলটি কলেজে দোল উৎসবের আয়োজন করা হয়নি। তবে এই মুহূর্তে সংক্রমণ অনেকটা আয়ত্তে রয়েছে। তাই ছাত্র সংসদের উদ্যোগে রঙের খেলায় মেতে উঠছিলেন সকলে, কলেজ প্রাঙ্গণে, যেখানে দেওয়া হয়েছে অভিনব বার্তা। কলেজের এই অনুষ্ঠানে আসানসোল পুরসভার অনেক নবনির্বাচিত কাউন্সিলরকে হাজির থাকতে দেখা গিয়েছে।