TRENDING:

CM Mamata Banerjee|| ৫ দিনের সফরে উত্তরবঙ্গে মমতা, সোমবার উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক

Last Updated:

Mamata Banerjee in North Bengal: তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর এটাই তাঁর প্রথম উত্তরবঙ্গ সফর। আগামিকাল বাগডোগরা বিমানবন্দরে নেমে সোজা যাবেন বাঘাযতীন পার্কে। রবীন্দ্রমঞ্চে শিলিগুড়ি পুলিশের বিজয়া সম্মিলনীতে যোগ দেবেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলিগুড়ি: ৫ দিনের সফরে আগামিকাল রবিবার (Sunday) উত্তরবঙ্গ (North Bengal) সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (CM Mamata Banerjee)। তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর এটাই তাঁর প্রথম উত্তরবঙ্গ সফর। এ দিন বাগডোগরা বিমানবন্দরে নেমে সোজা যাবেন বাঘাযতীন পার্কে (Bangla News) পৌঁছবেন তিনি। রবীন্দ্রমঞ্চে শিলিগুড়ি পুলিশের বিজয়া সম্মেলনে যোগ দেবেন। সেই মঞ্চ থেকেই শারদ সম্মান প্রদান করবেন মুখ্যমন্ত্রী।
৫ দিনের সফরে উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি।
৫ দিনের সফরে উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি।
advertisement

সোমবার উত্তরকন্যায় (Uttarkanya) জলপাইগুড়ি (Jalpaiguri) এবং আলিপুরদুয়ারের (Alipurduar) প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক করবেন। মঙ্গলবার যাবেন কার্শিয়ংয়ে। কার্শিয়ং সার্কিট হাউসে দার্জিলিং-কালিম্পং প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক করবেন। তারপর ধস বিধ্বস্ত এলাকা পরিদর্শন করবেন (CM Mamata Banerjee)। ২৮ অক্টোবর ফিরে মুখ্যমন্ত্রী কলকাতায় (Kolkata) ফিরবেন। তবে এই সফরে দার্জিলিং যাচ্ছেন না মমতা।

এক নাগাড়ে বৃষ্টি এবং ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গ। ফলে সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখতে এবং প্রশাসনিক বৈঠক সারতেই এই সফর বলে সূত্রের খবর। ইতিমধ্যেই সেখানকার প্রশাসনকে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata banerjee)। বন্যায় উত্তরবঙ্গের (North Bengal) বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে। সেই বিষয়ে তিনি বৈঠক করবেন এবং সেখানে যাবেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গ থেকে ফিরে গোয়া সফরে যাওয়ার কথা তাঁর।

advertisement

উল্লেখ্য, মমতার সফরের আগেই গোয়ায় কোমর বেঁধে নেমে পড়েছে ঘাসফুল শিবির। ইতিমধ্যেই রীতিমতো চমক দিয়ে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী, দীর্ঘ দিনের বিধায়ক লুইজিনহো ফালেরিও যোগ দিয়েছে তৃণমূলে। তাঁকে এদিন তৃণমূলের সর্বভারতীয় সহ সভাপতির পদে বসিয়েছে এ রাজ্যের শাসক দল। এ হেন পরিস্থিতিতে এবার গোয়াতেও তারকাদের পাশে পেতে চাইছে তৃণমূল। ইতিমধ্যেই দলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন গোয়ায় গায়ক লাকি আলি এবং অভিনেত্রী, সমাজকর্মী নাফিসা আলির সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাঁদের তৃণমূলে যোগ দেওয়ার প্রবল সম্ভাবনা বলে কানাঘুষো শোনা যাচ্ছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ ফুটের কালী! পুজোয় মেগা আয়োজন, এখন থেকেই 'এই' মণ্ডপে উপচে পড়ছে দর্শনার্থীদের ভিড়
আরও দেখুন

তথ্য: পার্থপ্রতিম সরকার

বাংলা খবর/ খবর/Local News/
CM Mamata Banerjee|| ৫ দিনের সফরে উত্তরবঙ্গে মমতা, সোমবার উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল