উল্লেখ্য গৌতম দেব নিজেও ডাবগ্রাম ফুলবাড়ি থেকে হেরেছেন। অতীতে সারা রাজ্যে বামেদের বিপর্যয়ের মধ্যেও নিজের দুর্গ অটুট রাখতে পেরেছিলেন অশোক। কিন্তু এবার তাঁর সাধের শিলিগুড়ি মডেল ধুলিস্মাৎ হয়ে গেল। তিনি নিজে ভোটে দাঁড়াবেন না বলে আগেই ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু শেষপর্যন্ত পার্টির কথায় রাজি হন।
রাজ্য সরকারের এই পদক্ষেপে তিনি জানিয়েছেন তাঁর কিছু বলার নেই। কিন্তু নিয়ম সকলের জন্য সমান হওয়া উচিত।সরকারের রায়ের মধ্যে সামঞ্জস্য থাকা উচিত বলে মনে করেন। সরকার পক্ষের জন্য একরকম, আর বিরোধীদের জন্য অন্যরকম এটা ঠিক নয়। ভোটে না দাঁড়ালেও দলের হয়ে কাজ করবেন। নতুন মুখ তুলে আনার ব্যাপারে আশাবাদী অশোক। রাজ্যে বামেদের ঘুরে দাঁড়ানোর পথ তৈরি হবে শিলিগুড়ি থেকেই আশাবাদী তিনি।
advertisement
Location :
First Published :
May 07, 2021 12:12 AM IST