ভলেন্টিয়ার্সদের সেবামূলক কাজে এবার নতুন সংযোজন হল এই সোফ হোমের মাধ্যমে। নিজেদের কার্যালয় ভবনে পাঁচ শয্যা বিশিষ্ট সেফ হোমটি তৈরি করে মানবিকতার নজির স্থাপন করল নদীয়ার মাজদিয়া এলাকার রেড ভলেন্টিয়ার্সরা। এছাড়াও তাদের তৈরি করা এই সেফ হোমে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেনের ব্যবস্থা রাখা থাকবে বলেও জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে। পাশাপাশি, একজন করোনা আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য যা কিছু প্রয়োজন, তার সবকিছুই মিলবে বলে জানানো হয়েছে। পাশাপাশি রেড ভলেন্টিয়ারদের পক্ষ থেকে মাজদিয়া বি এম ওএইচ এর কাছে তাদের এই সেফ হোমে কোভিড আক্রান্তদের পাঠানোর জন্য ও আবেদনও জানানো হয়েছে।
advertisement
রেড ভলেন্টিয়ারদের এই মানবিক উদ্যোগে স্বাভাবিকভাবেই খুশি হয়েছেন ওই এলাকার স্বাস্থ্য আধিকারিকেরা। বিপদের সময় তাদের পাশে পেয়ে একই রকম ভাবে খুশি ওই এলাকার সাধারণ বাসিন্দারাও। প্রসঙ্গত করোনা মোকাবিলায় একেবারে সামনের সারিতে থেকে বিপদগ্রস্ত মানুষের পাশে যেভাবে রেড ভলেন্টিয়ারদের দেখা যাচ্ছে তাতে বেশ খুশি স্থানীয়রা। সেফহোম তৈরি করে রেড ভলেন্টিয়ার্সরা একটি নজির গড়ল বলেই মনে করছেন এলাকার মানুষ।