গত কয়েকদিনে একাধিকবার পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি হয়েছে, তারই সাথে রান্নার গ্যাস, ওষুধ সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে। যতদিন কেন্দ্র এই দাম নিয়ন্ত্রণে না আনবে ততদিনই মমতা বন্দ্যোপাধ্যায়র নির্দেশে আন্দোলন চলবে বলেও জানানো হয়। ২০২৪ সালে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী আসনে না বসা পর্যন্ত বিজেপির বিরুদ্ধে এই আন্দোলন জারি থাকবে বলে জানান স্থানীয় তৃণমূল নেতৃত্বরা। এই মিছিল ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েতের সামনে থেকে শুরু হয়ে বারাসত রিজেন্ট গার্মেন্টসের সামনে পর্যন্ত যায়। প্রায় ১০০০ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এই প্রতিবাদ মিছিলে অংশ নেয়। যোগ্য মূল্যবৃদ্ধির প্রতিবাদে এলাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে প্রতিবাদ সভা করা হবে বলেও স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বের তরফ থেকে জানানো হয়। মূল্যবৃদ্ধির জেরে সাধারণ মানুষ কষ্টে দিনযাপন করছেন বলেও তৃণমূল কর্মী সমর্থকরা তুলে ধরেন।
advertisement
Rudra Narayan Roy