গত এপ্রিল মাসের ৮ তারিখ সল্টলেক সেক্টর ফাইভ এলাকার মোল্লার ভেরির পাস থেকে পবন যাদব নামে এক ব্যক্তির গলা কাটা মৃত দেহ উদ্ধার করে ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ। এরপর থেকেই তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে নেমে জানতে পারে বিহারের বাসিন্দা কর্ম সূত্রে কলকাতার সেক্টর ফাইভ এলাকায় ঘর ভাড়া নিয়ে থাকতো তিন ভাই পবন যাদব, পাপ্পু যাদব ও সন্তোষ যাদব। পবন যাদবের মৃত্যুর পর থেকেই পলাতক সন্তোষ যাদব ও পাপ্পু যাদব। এর পর থেকে পুলিশ এই দুই ভাইয়ের খোঁজ চালাচ্ছিল বিভিন্ন জায়গায়। গতপরশুদিন (২৩জুন) মহিষবাগান এলাকা থেকে পাপ্পু যাদব কে গ্রেপ্তার করে পুলিশ।
advertisement
বারাসাত, উত্তর ২৪ পরগনা : বারাসাত স্টেশনের ৫ নম্বর প্লাটফর্ম সংলগ্ন এলাকায় আমরা বাঙালি সংগঠনের পক্ষ থেকে বঙ্গভঙ্গের চক্রান্তের প্রতিবাদে, কুশপুত্তলিকা দাহ করা হয়।কুশপুত্তলিকা দাহ এর মাধ্যমে এই বাংলা ভাগের যে চক্রান্ত করছে বিজেপি তার প্রতিবাদ জানা।বিজেপি সাংসদ জন বারলা ও সৌমিত্র খাঁ-র কুশপুত্তলি দাহ করে আমরা বাঙালির সংগঠনের সদস্যরা। বঙ্গভঙ্গের যে উসকানি দিচ্ছে বিজেপি তার বিরুদ্ধে সমস্ত বাঙালি, বাংলার সমস্ত মানুষ এক হোক,সরব হোক প্রত্যেকে এই বাংলার বিরুদ্ধে।আমরা বাঙালি সংগঠনের তরফ থেকে জন বারলা ও সৌমিত্র খাঁক এর কুশপুত্তলি দাহ করার মাধ্যমে বঙ্গ ভঙ্গের প্রতিবাদ জানায় আজ।