এই লক্ষ্যে ১৫৮ নম্বর সীমান্ত রক্ষা বাহিনী হরিদাসপুর তাদের উদ্যোগে এবং ছয়ঘড়িয়া পঞ্চায়েতের সহযোগিতায় অরণ্য সপ্তাহ পালন বনগাঁ রাখালদাস হাইস্কুলে। তাদের উদ্যোগে প্রায় ১০০ টি চারা গাছ রোপন করা হয় এদিন। এ বিষয়ে কোম্পানির কমান্ডার অসীম ভক্ত জানান, 'আমার দেশ এভাবেই এগিয়ে চলুক এবং আমরা সব সময় দেশের পাশে ছিলাম, আছি আর থাকবো। এছাড়াও রাখালদাস হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী উজ্জ্বল বিশ্বাস বলেন, 'আমাদের যে অরণ্য সপ্তাহ পালন হচ্ছে সেই কথা মাথায় রেখে বৃক্ষ রোপনের কর্মসূচি আমরা আয়োজন করেছি। এ বিষয়ে সহযোগিতা ও সাহায্য করেছেন বিএসএফ এবং ছয়ঘড়িয়া পঞ্চায়েত। এর জন্য তাদের অনেক ধন্যবাদ জানাই। এছাড়াও পঞ্চায়েত প্রধান প্রসেনজিৎ ঘোষ বলেন, অরণ্য সপ্তাহ পালন হচ্ছে তাই সে কথা মাথায় রেখে আজ বনগাঁ রাখালদাস স্কুলে আমরা বৃক্ষ রপন করলাম। এছাড়াও কিছুদিন আগেই বনগাঁ পৌরসভার উদ্যোগে প্রায় ১৫ হাজার বৃক্ষরোপণের কথা জানানো হয়েছে। আগামীদিনে আম্ফান, ইয়াসে যেভাবে গাছপালার ক্ষয়ক্ষতি হয়েছে সেই কথা মাথায় রেখে বৃক্ষরোপণ কর্মসূচি লাগাতার চালু থাকবে। এ ছাড়াও সাধারণ মানুষ যাতে আরও সতর্ক হয়ে এই বৃক্ষরোপন কর্মসূচীতে এগিয়ে আসেন। পরিবেশের ভারসাম্য রক্ষার্থে গাছপালার ভূমিকা যে কতটা তা সফল মানুষের বুঝতে এবং জানতে হবে এই লক্ষ্যেই আগামীদিনে চলবে বৃক্ষরোপণ কর্মসূচি।
advertisement
রাতুল ব্যানার্জি