TRENDING:

আশ্রমের বাচ্চাদের নিয়ে জন্মদিন পালন পিতৃহারা অঙ্কনের 

Last Updated:

North 24 Parganas| ৫০ জন অসহায় বাচ্চাদের শিক্ষা সামগ্রী প্রদানের পাশাপাশি তাদের হাতে শুকনো খাবার তুলে দিলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
# উত্তর ২৪ পরগনা : একদিকে যখন করোনা (coronavirus) মহামারীর ফলে দেশ তথা রাজ্যের অবস্থা অনেকটাই সঙ্গীন হয়ে পড়েছিল, সেখানে দাঁড়িয়ে বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছে এর ফলে। করোনাকে আটকাতে লকডাউন ছিল অনিবার্য। আর এই লকডাউন এর ফলে বহু মানুষ কাজ হারিয়ে বেঁচে নিয়েছে আজ অন্য পথ। আবার কোরোনার পাশাপাশি এক বছরের সময় দু'দুটি ঘূর্ণি ঝড়ের তান্ডব যার ফলে উত্তর ২৪ পরগনার( north 24 parganas) বেশকিছু এলাকায় ঘরছাড়া হয় বহু মানুষ। রাজ্য সরকারের উদ্যোগে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও বহু ক্ষেত্রে পৌঁছয়নি সেই ব্যবস্থা। ঘর ছাড়া এই মানুষদের পাশে এসে দাঁড়িয়েছে বিভিন্ন সংগঠন থেকে সংস্থা।
advertisement

ঠিক এভাবেই দুস্থ অসহায় বাচ্চাদের পাশে এসে দাঁড়ালেন এক মানবিক ব্যক্তি। মাত্র চার বছর বয়সে বাবাকে হারিয়েছেন। পরিবারের আয়ের উৎস একটি স্টেশনারী দোকান। ছোটোবেলা থেকেই অভাবের মধ্য দিয়ে বড় হয়ে ওঠার কার অসহায়দের দুঃখ অনুভব করতে পারেন। তাই ৩১ তম জন্মদিন একটু আলাদাভাবে পালন করার উদ্যগ নেয় নিউ ব্যারাকপুর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বঙ্কিম চ্যাটার্জি রোডের বাসিন্দা অঙ্কন দে মুহুরী (Ankan dey muhuri)। পাশে পেলেন তার দিদি নিতা দে মুহুরীকে। এদিন তার জন্মদিনে স্থানীয় একটি আশ্রমের কচিকাঁচাদের নিয়ে মাতলেন অঙ্কন দে মুহুরী। স্থানীয় কো-অপারেটিভ হোমস লিমিটেডের কর্মচারী অঙ্কন এদিন সকালে দক্ষিণেশ্বর ভবতারিণী মায়ের মন্দিরে পুজো দিলেন। সেখান থেকে তিনি হাজির হলেন নিউ ব্যারাকপুর বিশ্ব সেবাশ্রম সঙ্ঘে। সেখানকার ৫০ জন অসহায় বাচ্চাদের শিক্ষা সামগ্রী প্রদানের পাশাপাশি তাদের হাতে শুকনো খাবার তুলে দিলেন। করোনায় এই অসহায় বাচ্চাদের পাশে এসে দাঁড়িয়েছে হয়তো বহু মানুষ তবে এমন এক মহতী দিনে অঙ্কনের এই সাহায্য তাদের এ বিনম্র মুখে খুশির এক বার্তা নিয়ে এসেছে। অঙ্কনের এহেন সেবামূলক মনোভাবে বেজায় খুশি বিশ্ব সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা সমীরেশ্বর ব্রহ্মচারী। ভবিষ্যতে নিজেকে সেবামূলক কর্মকান্ডে নিয়োজিত রাখতে বদ্ধ পরিকর সমাজসেবী অঙ্কন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রাতুল ব্যানার্জি

বাংলা খবর/ খবর/Local News/
আশ্রমের বাচ্চাদের নিয়ে জন্মদিন পালন পিতৃহারা অঙ্কনের 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল