TRENDING:

Murshidabad: সালারে বাইক ও বোলেরোর মুখোমুখি সংঘর্ষ, মৃত ২

Last Updated:

সালিন্দা মোড়ের কাছে উল্টো দিক থেকে আসা একটি বোলেরো নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটিকে ধাক্কা মারে। ঘটনার জেরে বাইকের চালক সহ দুই আরোহী গুরুতর আহত হন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সালারঃ বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদ জেলার সালারে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মটর বাইক আরোহী সহ এক ব্যক্তির। আহত হয়েছেন আরও দুইজন মটর বাইক আরোহী। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সালার থানার অন্তর্গত সালিন্দা মোড়ে। পুলিশ জানিয়েছে আহতদের নাম গোলাপ সেখ, বুলু সেখ ও মুরকাস সেখ। মৃত্যু হয়েছে বছর কুড়ির যুবক শের হোসেনের। পরবর্তীতে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বুলু সেখের মৃত্যু হয়। জানা গিয়েছে, সালার থেকে একটি বাইকে চালক সহ দুই আরোহী ভরতপুরের সিজগ্রামে বাড়িতে ফিরছিলেন। সালিন্দা মোড়ের কাছে উল্টো দিক থেকে আসা একটি বোলেরো নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটিকে ধাক্কা মারে। ঘটনার জেরে বাইকের চালক সহ দুই আরোহী গুরুতর আহত হন। আহত হন বোলেরোর চালকও। স্থানীয় বাসিন্দা ও সালার থানার পুলিশ, আহতদের কে প্রথমে সালার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যায়। পরবর্তীতে প্রাথমিক চিকিৎসার পর চার যুবককে কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকেরা। কান্দি হাসপাতাল যাওয়ার পথেই মৃত্যু হয় শের হোসেনের। মৃতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, মটর বাইক নিয়ে তিনজনে যাওয়ার পথেই বোলেরো গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। যার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে।অন্যদিকে মটর বাইক দুর্ঘটনায় গ্রামের দুই যুবকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ওই এলাকায়।কান্দি থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছেন । শুক্রবার ময়না তদন্তের পর দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে।
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/Local News/
Murshidabad: সালারে বাইক ও বোলেরোর মুখোমুখি সংঘর্ষ, মৃত ২
Open in App
হোম
খবর
ফটো
লোকাল