বলাবাহুল্য, ভারত সরকারের গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের আওতায় কেন্দ্র এনেছে জাতীয় গ্রামীণ জীবিকা মিশন এবং উন্নয়নমূলক নানা প্রকল্প। ২০১২ সালের ১৭ মে, পশ্চিমবঙ্গ সরকারের তরফে সেই একই ভাবনায় ‘আনন্দধারা প্রকল্প’র সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের মূল লক্ষ্যই হল গ্রামীণ এলাকায় দারিদ্র দূরীকরণ। স্বনির্ভর গোষ্ঠী গঠনের মাধ্যমে গ্রামীণ পরিবারগুলিকে স্বনির্ভর করতে কয়েক কদম এগিয়ে দেবে এই প্রকল্প। আর্থিক ভাবে স্বনির্ভর হতে পারবেন গ্রাম বাংলার নারীরাও। উন্নতি হবে গ্রামীণ অর্থনীতির। এক কথায়, কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ৬০:৪০ অনুপাতে এই প্রকল্পের খরচ বহনের দায়িত্ব নিয়ে এই প্রকল্পের বাস্তবায়ন করে। এই প্রকল্পে মূলত ছোট ছোট স্বনির্ভর গোষ্ঠী গঠন করা, তাদের ক্ষমতা বৃদ্ধি, আর্থিক উন্নতি, সহজে ঋণ দেওয়া এবং বিপণনের মাধ্যমে আর্থিক সুরাহার কথাই প্রাধান্য দেওয়া হয়েছে।
advertisement