যদিও কসবা কাণ্ডের আগে বেসরকারি হাসপাতাল গুলির সঙ্গেগাঁটছড়া বেঁধে নিজেদের কর্মী ও সদস্যদের ভ্যাক্সিনেশন করানো হচ্ছিলো হাওড়াসহ রাজ্যের একাধিক আবাসন ও ক্লাবগুলির উদ্যোগে ।জাল ভ্যাক্সিন কাণ্ডের পর এবার সজাগ উত্তর হাওড়ার বিধায়ক শ্রী গৌতম চৌধুরী। সোমবার হাওড়া পৌরো নিগমের জটাধারী পার্ক , সীতানাথ বোস লেন , ঘোড়াঘাটালের তিন সরকারী টিকাকরণ কেন্দ্রে হঠাৎ করে পরিদর্শনে গেলেন তিনি। ইতিমধ্যেই হাওড়ার বিভিন্ন এলাকার ভ্যাক্সিনেশন সেন্টার গুলিতে ভোর চারটে থেকে লাইন পড়ছে এই খবর আগেই জানতে পেরেছিলেন তিনি। তাই স্বাস্থ্য কেন্দ্রগুলির চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের তিনি পরামর্শ দিলেন যাতে সকাল দশটা থেকেই ভ্যাক্সিনেশন সেন্টারগুলির বাইরে লাইন শুরু হয় , সেই ব্যাপারে যেন নজর রাখা হয়। এরই সঙ্গেওই এলাকা গুলিতে, সবাই যাতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলি থেকেই করোনা ভাইরাসের ভ্যাকসিনগ্রহণ করে সেই নিয়ে প্রচার অভিযানও চালানো হবে বলে জানান উত্তর হাওড়ার এই বিধায়ক।পাশাপাশি , ভ্যাকসিনেশনের সঙ্গেযুক্ত স্বাস্থ্যকর্মীরা যাতে কোনো প্রলোভনে পা দিয়ে অনৈতিক কাজে না যুক্ত হয়ে পড়ে, সেই নিয়েও সতর্ক করলেন তিনি। বিধায়কের এই আচমকা পরিদর্শন , জনগণের স্বাস্থ্য নিয়ে খেলা অসাধু চক্রের সঙ্গেযুক্তদের অনেকটাই খর্ব করবে বলেই মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
advertisement
Santanu Chakraborty