এই একই ভয় পাচ্ছেন হাওড়ার শিবপুরের অবিনাশ ব্যানার্জি লেনের বাসিন্দা স্বর্ণালী সামন্তও । সম্প্রতি উচ্চ শিক্ষিত হয়েও ডোমের পদের জন্য আবেদন করায় রাজ্যজুড়ে নেট দুনিয়ায় ভাইরালও হয়েছিল সে । ইতিহাসে ফাস্ট ক্লাস পেয়ে স্নাতক হওয়ার পরেও এনআরএস হসপিটালে ল্যাবরেটরি এটেনডেন্ট (ডোম) পদে আবেদন করেছিল স্বর্ণালী । উচ্চ শিক্ষিত হয়েও কেন এই পদের জন্য আবেদন করেছেন তা জিজ্ঞেস করায় তিনি জানালেন , "করোনা পরিস্থিতিতে বেসরকারি চাকরির ক্ষেত্রে একটা বিরাট অনিশ্চয়তা রয়ে গিয়েছে । তাই চাইছি কোনও মতে একটা সরকারি চাকরি পেতে । হতে পারে সেটা অনেক নিচু পদ বা ডোমের পদ , কিন্তু তাতে আমার চাকরির নিরাপত্তাটা তো থাকবে । পরিস্থিতি ভবিষ্যতে আরও খারাপ হলে , আমাকে বা আমার পরিবারকে না খেতে পেয়ে আত্মহত্যার পথ বেছে নিতে হবে না । " পাশাপাশি কাজের ক্ষেত্রে কোনোটিই ছোট বা বড় হয় না বলেও জানালেন তিনি । স্বর্ণালী জানালেন , তার পরিবার এবং অসুস্থ বাবা মায়ের কথা ভেবেই তিনি সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন । এর আগেও একাধিক সরকারি চাকরির পরীক্ষা দিয়েছিলেন তিনি , কিন্তু কোনোটিতেই আসেনি সাফল্য । তাই স্বর্ণালীর লক্ষ্য ডোমের চাকরি হলেও সেটা যেন সেই পায় ।
advertisement
Santanu Chakraborty
