এদিন রক্তদান শিবিরে স্বেচ্ছাসেবকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতন। রক্ত দিতে এসে এক রক্তদাতা জানান, সে রক্ত দিয়ে নিজেকে গর্বিত মনে করেন। তার ধারণা রক্তদান মহৎ দান এবং এই কাজের সুযোগ সে যখনই পেয়েছে, তখনই এগিয়ে এসেছে। এমনকি করোনা মহামারীর সময় তিনি রক্ত দিয়েছেন মানুষের জন্য।প্রত্যেক রক্তদাতা যারা রক্ত দিয়েছিলেন তাদের সবার জন্য কানাইপুর গ্রাম পঞ্চায়েত একটি টিফিনের আয়োজন করেছিল। এবং রক্ত-দাতাদের প্রত্যেকের হাতে টব সমেত একটি গাছ তুলে দেয় পঞ্চায়েত প্রধান আচ্ছালাল যাদব। পঞ্চায়েত প্রধান আচ্ছালাল যাদব জানান, ভোটের জন্য এই রক্তদান শিবির করতে তার একটু দেরি হয়েছে। ভোট না থাকলে আরো আগে এই রক্তদান শিবিরের আয়োজন করার ইচ্ছা ছিল তার।
advertisement
Location :
First Published :
March 05, 2022 9:28 PM IST