এই বিষয়ে হাওড়া শিবপুরের একটি বাচ্চাদের স্কুলের শিক্ষিকা স্বাগতা চক্রবর্তী জানান , "লকডাউনের ফলে অনলাইন ক্লাস চললেও , তাতে অফলাইন স্কুলের তুলনায় অনেকটাই পিছিয়ে পড়েছে সিলেবাস।" পাশাপাশি , অনলাইন ক্লাসে শিশুদের মনোসংযোগেরও অনেকটাই অভাব রয়েছে বলে জানালেন ওই শিক্ষিকা। তার নিজের তৃতীয় শ্রেণীতে পাঠরত সন্তানের ক্ষেত্রেও এই একই জিনিস লক্ষ্য করেছেন তিনি।" তৃতীয় ঢেউয়ের সবচেয়ে বেশি প্রভাব পড়বে বাচ্চাদের মধ্যে।" গবেষণায় এই তথ্য আসার পর আরও কড়া শাসনে অভিভাবকরা রাখছেন তাঁদের সন্তানদের। তাই পরিস্থিতি আরও খারাপের দিকেই যাচ্ছে বলে মনে করছেন শিশু বিশেষজ্ঞরা। তবে এই তৃতীয় ঢেউ এর হাত থেকে বাচ্চাদের বাঁচানোর উপায় কি? ডাক্তাররা এর জন্য ভ্যাকসিনেসনকেই বেশি গুরুত্ব দিচ্ছেন।
advertisement
Location :
First Published :
June 26, 2021 9:11 PM IST