এই দিনটি বাংলা ভাষার সমস্ত মানুষদের কাছে গৌরবোজ্জ্বল দিন। এই দিনটিকে আন্তর্জাতিক ভাষা দিবস হিসাবে পালন করার পাশাপাশি শহীদ দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। ১৯৫২ সালের আজকের দিনে তৎকালীন পূর্ব পাকিস্তানে রাষ্ট্রভাষা করার দাবিতে যে আন্দোলন তৈরি হয়েছিল, সেই আন্দোলনে আন্দোলনরত পড়ুয়াদের উপর গুলিবর্ষণ করে পুলিশ। পুলিশের সেই গুলিতে প্রাণ হারান অজস্র তরতাজা যুবক। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে এই আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন রফিক, জব্বার, শফিউল, সালাম, বরকত। যে কারণে এই দিনটি শহীদ দিবস হিসাবে চিহ্নিত। অন্যদিকে ২০১০ সালের ৫ আগস্ট জাতিসংঘ এই দিনটিকে বিশ্বজুড়ে আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে পালন করে। তারপর থেকেই এই দিনটি আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে স্বীকৃতি পায়। পূর্ব পাকিস্তানে এই ভাষা আন্দোলনের সূত্রপাত হয়েছিল ১৯৪৭ সালের নভেম্বর ডিসেম্বরে। সেই সময় বাংলা ভাষার অবস্থান নিয়ে এই আন্দোলন তৈরি হয়। এরপর ১৯৪৮ সালের মার্চ মাসে একটি সীমিত আন্দোলন হয় এবং পরে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ১৪৪ ধারাকে অমান্য করে রাজপথে বেরিয়ে পড়েন ভাষা আন্দোলনের সঙ্গে যুক্ত ছাত্ররা।
advertisement