TRENDING:

Visva Bharati- বিশ্বভারতীতে পালন করা হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

Last Updated:

বিশ্বভারতীর বাংলাদেশ এবং ভারতবর্ষের ছাত্রছাত্রীরা, বিশ্বভারতীর সমস্ত স্তরের কর্মীরা একত্রিত হয়ে এই অনুষ্ঠান পালন করার উদ্যোগ নিল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বীরভূম : আজ অর্থাৎ ২১ ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রতিবছর এই দিনটিকে শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়ে থাকে শান্তিনিকেতনের বিশ্বভারতীতে। সেই মতো সোমবার বিশ্বভারতীর বাংলাদেশ এবং ভারতবর্ষের ছাত্রছাত্রীরা, বিশ্বভারতীর সমস্ত স্তরের কর্মীরা একত্রিত হয়ে এই অনুষ্ঠান পালন করার উদ্যোগ নিল। এদিন ইন্টারন্যাশনাল বয়েজ হোস্টেলের সামনে প্রভাত ফেরী শুরু হয় এবং তা বিশ্বভারতীর বাংলাদেশ ভবনে আসে। বাংলাদেশ ভবনের ভিতরে একটি অস্থায়ী শহীদ বেদী তৈরি করা হয়েছে, যে শহীদ বেদীতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্যর মধ্য দিয়ে ভাষা আন্দোলনের সঙ্গে যুক্ত শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
advertisement

এই দিনটি বাংলা ভাষার সমস্ত মানুষদের কাছে গৌরবোজ্জ্বল দিন। এই দিনটিকে আন্তর্জাতিক ভাষা দিবস হিসাবে পালন করার পাশাপাশি শহীদ দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। ১৯৫২ সালের আজকের দিনে তৎকালীন পূর্ব পাকিস্তানে রাষ্ট্রভাষা করার দাবিতে যে আন্দোলন তৈরি হয়েছিল, সেই আন্দোলনে আন্দোলনরত পড়ুয়াদের উপর গুলিবর্ষণ করে পুলিশ। পুলিশের সেই গুলিতে প্রাণ হারান অজস্র তরতাজা যুবক। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে এই আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন রফিক, জব্বার, শফিউল, সালাম, বরকত। যে কারণে এই দিনটি শহীদ দিবস হিসাবে চিহ্নিত। অন্যদিকে ২০১০ সালের ৫ আগস্ট জাতিসংঘ এই দিনটিকে বিশ্বজুড়ে আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে পালন করে। তারপর থেকেই এই দিনটি আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে স্বীকৃতি পায়। পূর্ব পাকিস্তানে এই ভাষা আন্দোলনের সূত্রপাত হয়েছিল ১৯৪৭ সালের নভেম্বর ডিসেম্বরে। সেই সময় বাংলা ভাষার অবস্থান নিয়ে এই আন্দোলন তৈরি হয়। এরপর ১৯৪৮ সালের মার্চ মাসে একটি সীমিত আন্দোলন হয় এবং পরে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ১৪৪ ধারাকে অমান্য করে রাজপথে বেরিয়ে পড়েন ভাষা আন্দোলনের সঙ্গে যুক্ত ছাত্ররা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন
বাংলা খবর/ খবর/Local News/
Visva Bharati- বিশ্বভারতীতে পালন করা হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল