TRENDING:

Birbhum : মহরমে রক্তদান শিবির রামপুরহাটে

Last Updated:

অভিনব মহরম পালিত হল রামপুরহাট (Rampurhat) শহরের রেলপার লোকোপাড়া মহরম কমিটির উদ্যোগে, রেলওয়ে স্পোর্টিং ক্লাবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রামপুরহাট : অভিনব মহরম পালিত হল রামপুরহাট (Rampurhat) শহরের রেলপার লোকোপাড়া মহরম কমিটির উদ্যোগে, রেলওয়ে স্পোর্টিং ক্লাবে।
advertisement

মহরম মানেই শোকের উৎসব, শোক পালনের দিন। ২০২০ সালে  যেমন এই জেলায় কোথাও মহরম পালিত হয়নি, ২০২১  সালেও বীরভূমের কোথায় মহরম পালিত হচ্ছে না। তবে মহরম কমিটিগুলি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে এ বার। তার মধ্যে রামপুরহাট লোকোপাড়া মহরম কমিটি এ বার এই মহরমের দিনে আয়োজন করল রক্তদান শিবিরের।

মহরম কমিটির সদস্য তথা রেলওয়ে স্পোর্টিং ক্লাবের সম্পাদক নূর আলম জানান গত বছর থেকে তাঁরা  মহরমে রক্তদান করে মানুষের কল্যাণের ব্রত গ্রহণ করেছেন। প্রায় ৫০ জন সদস্য রক্তদানের জন্য নাম দিয়েছেন। প্রতি বছরই এই উদ্যোগ নেওয়া হবে বলে লোকোপাড়া মহরম কমিটির তরফ থেকে জানানো হয়েছে।

advertisement

এই উদ্যোগে উপস্থিত ছিলেন রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়, পুরসভার প্রশাসক  বোর্ডের সদস্য আব্বাস হোসেন, তৃণমূলের শহর সভাপতি সৌমেন ভকত এবং  রামপুরহাট ১ নং ব্লক সভাপতি আনারুল হোসেন । তাঁরা প্রত্যেকেই এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন ৷

প্রতিবেদন- অক্ষয় ধীবর

বাংলা খবর/ খবর/Local News/
Birbhum : মহরমে রক্তদান শিবির রামপুরহাটে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল