ঘটনাস্থলে ওই দুই বাইক আরোহী কে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকার স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ এবং পুলিশ এসে ওই দুই আহত বাইক আরোহী কে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। সেখানে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কল্যাণী জেএনইউ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনাস্থল থেকে শান্তিপুর থানার পুলিশ ঘাতক ডাম্পার গাড়িটিকে আটক করে, পুলিশ সূত্রে জানা যায় ঘাতক ডাম্পার গাড়ির চালক পলাতক। শান্তিপুর হাসপাতাল সূত্রে জানা যায় ওই দুই বাইক আরোহী মদ্যপ অবস্থায় বাইক চালাচ্ছিলেন সে কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে এ ধরনের মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের খবর অনুযায়ী এই রাস্তায় প্রায়শই দুর্ঘটনা ঘটতে দেখা যায়। দ্রুত গতিতে বাইক ও গাড়ি চালানো থেকে শুরু করে মদ্যপ অবস্থায় চালানো হয়ে থাকে। স্থানীয় মানুষদের দাবি অবিলম্বে কঠোর ট্রাফিক আইন আনতে হবে যাতে দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
advertisement