বিজেপির নাম ও চিহ্নকে কাদা ও গোবর দিয়ে মুছে ফেলার অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর এলাকায়। এক বিজেপি কর্মীর বক্তব্য অনুযায়ী, সকাল বেলা এসে তারা দেখে কাঁদা গোবর দিয়ে লেপা রয়েছে তাদের কর্মীর নাম ও চিহ্ন। তারপর আরেকটা কাগজে লেখা রয়েছে 'আমরা এই প্রার্থীকে পছন্দ করিনা'। তারপর তারা দেখতে পায় লেখাটা হয়েছে একটি ক্যালেন্ডার এর উল্টোদিকে যেই ক্যালেন্ডারটি শান্তিপুর পৌরসভার ক্যালেন্ডার। বিজেপি কর্মীরা পুলিশ প্রশাসনের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।