TRENDING:

Alipurduar News- আলিপুরদুয়ারের দুটি পুরসভাতেই জিতলো তৃণমূল কংগ্রেস, তৃণমূল ঝড়ে কার্যত ধূলিসাৎ বিরোধী শিবির

Last Updated:

আলিপুরদুয়ার জেলার পুরভোটে জয়ী তৃণমূল কংগ্রেস। ধূলিসাৎ বিরোধী শিবির । সবুজ আবিরে মেতেছেন তৃণমূলের কর্মী সমর্থকেরা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আলিপুরদুয়ার: আলিপুরদুয়ারের দুটি পুরসভাতেই জয়ী তৃণমূল কংগ্রেস, তৃণমূল ঝড়ে কার্যত ধূলিসাৎ বিরোধী শিবির। জেলায় আলিপুরদুয়ার ও ফালাকাটা এই দুই পৌরসভায় ভোট হয় (Alipurduar News)। দুটিতেই জয়ী হলো তৃণমূল কংগ্রেস।আলিপুরদুয়ার পৌরসভার মোট ২০ টি আসনের মধ্যে ১৬ টি আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস, ১টি কংগ্রেস ও বাকি তিনটি নির্দল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জয়ের আসন পাকা হতেই সবুজ আবির খেলায় মাতেন তৃণমূলের সমর্থকেরা। আলিপুরদুয়ার জেলার ফালাকাটা পুরসভার ১৮টি ওয়ার্ডের মধ্যে ১৮টি ওয়ার্ড দখল করে নেয় তৃণমূল। তবে কোনও ওয়ার্ডেই এবার কার্যত জিততে পারলো না বিজেপি।উল্লেখ্য, প্রশাসনিক তথ্য অনুযায়ী জানা গেছে আলিপুদুয়ার জেলায় পুরভোটে মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ১৩ হাজার ৩৭ জন। মোট ৩৮ টি ওয়ার্ডে তৈরি হয় ১২৫ টি বুথ। চরম প্রতিদ্বন্দ্বিতায় লড়াইয়ের ময়দানে নেমেছিল একাধিক দল। প্রশাসনিক তথ্য অনুযায়ী, আলিপুরদুয়ার পুরভোটে মোট ভোট পড়ে ৮২.১৫ শতাংশ। এর মধ্যে ফালাকাটা পৌরসভায় ৮৪.৮৫% ও আলিপুরদুয়ার পৌরসভায় সার্বিক ভোট পড়ে ৭৯.৯৯% ।
পুরভোটে জয়লাভে সবুজ আবিরে মেতেছেন তৃণমূলের কর্মী সমর্থকেরা।
পুরভোটে জয়লাভে সবুজ আবিরে মেতেছেন তৃণমূলের কর্মী সমর্থকেরা।
advertisement

২০১৯ এর লােকসভা নির্বাচনে বিরাট ব্যবধানে হার।একুশের বিধানসভায়ও একই ধারা অব্যাহত ছিল আলিপুরদুয়ার জেলায় তৃণমূল কংগ্রেসের। ঠিক তখনই জেলা তৃণমূলের সভাপতি পদে দায়িত্ব দেওয়া হয় জেলার প্রত্যন্ত ব্লক কুমারগ্রামের চা বাগানের প্রকাশ চিক বাড়াইককে।এবার পৌরসভা ভােটে তাই দল কে সাফল্য এনে দিতে দিনরাত এক করে পুরভােটের ময়দানে নেমেছিল তৃণমূল কংগ্রেস। এই জয়কে মা মাটি মানুষের ও মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় বলে জানিয়েছেন আলিপুরদুয়ার জেলা তৃণমূলের সভাপতি প্রকাশ চিক বড়াইক। (Alipurduar News)

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

Dependra Nath Lahiri

বাংলা খবর/ খবর/Local News/
Alipurduar News- আলিপুরদুয়ারের দুটি পুরসভাতেই জিতলো তৃণমূল কংগ্রেস, তৃণমূল ঝড়ে কার্যত ধূলিসাৎ বিরোধী শিবির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল