২০১৯ এর লােকসভা নির্বাচনে বিরাট ব্যবধানে হার।একুশের বিধানসভায়ও একই ধারা অব্যাহত ছিল আলিপুরদুয়ার জেলায় তৃণমূল কংগ্রেসের। ঠিক তখনই জেলা তৃণমূলের সভাপতি পদে দায়িত্ব দেওয়া হয় জেলার প্রত্যন্ত ব্লক কুমারগ্রামের চা বাগানের প্রকাশ চিক বাড়াইককে।এবার পৌরসভা ভােটে তাই দল কে সাফল্য এনে দিতে দিনরাত এক করে পুরভােটের ময়দানে নেমেছিল তৃণমূল কংগ্রেস। এই জয়কে মা মাটি মানুষের ও মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় বলে জানিয়েছেন আলিপুরদুয়ার জেলা তৃণমূলের সভাপতি প্রকাশ চিক বড়াইক। (Alipurduar News)
advertisement
Dependra Nath Lahiri
Location :
First Published :
Mar 02, 2022 9:16 PM IST
বাংলা খবর/ খবর/Local News/
Alipurduar News- আলিপুরদুয়ারের দুটি পুরসভাতেই জিতলো তৃণমূল কংগ্রেস, তৃণমূল ঝড়ে কার্যত ধূলিসাৎ বিরোধী শিবির
