TRENDING:

Year Ender 2023: প্রেমের দুনিয়ায় এ বছর উঠে এল কোন কোন নতুন শব্দ? আসুন, ফিরে দেখি ২০২৪ শুরুর আগেই

Last Updated:

Year Ender 2023: ২০২৩ শেষের মুখে দাঁড়িয়ে দেখে নিই ডেটিং-এর ক্ষেত্রে এ বছর কোন কোন ট্রেন্ড জনপ্রিয় হল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
একদিকে সোশ্যাল মিডিয়ার দাপট, অন্যদিকে জেনারেশন জেড-এর সপ্রতিভ দৃষ্টিভঙ্গি-দুইয়ের দাপটে আমূল পরিবর্তন প্রেমের দুনিয়াতেও৷ গত কয়েক বছরে পাল্টেছে প্রেমের সংজ্ঞা৷ পরিবর্তন এসেছে প্রেমিক প্রেমিকার দৃষ্টিভঙ্গিতেও৷ অগণিত অপশন এবং ডেটিং অ্যাপসের যুগে প্রেমের বুদ্বুদ এখন অনেক রঙিন৷ আজকের প্রজন্মের কাছে নতুন দরজা খুলে যাওয়ার সুযোগ অনেক বেশি৷ রোম্যান্টিক সম্পর্কে জড়িয়ে পড়ার হারও বেড়েছে আগের তুলনায়৷ ২০২৩ শেষের মুখে দাঁড়িয়ে দেখে নিই ডেটিং-এর ক্ষেত্রে এ বছর কোন কোন ট্রেন্ড জনপ্রিয় হল৷
পরিবর্তন এসেছে প্রেমিক প্রেমিকার দৃষ্টিভঙ্গিতেও
পরিবর্তন এসেছে প্রেমিক প্রেমিকার দৃষ্টিভঙ্গিতেও
advertisement

ফিজলিং (Fizzling)

কোনও সম্পর্ক থেকে ধীরে ধীরে মনোমালিন্য ছাড়া সরে আসাকে বলা হয় ফিজলিং৷ এখানে প্রত্যক্ষভাবে কোনও ব্রেকআপ হয় না৷ পরিবর্তে সময়ের সঙ্গে সঙ্গে প্রেমিক জুটির একজন অন্যজনের প্রতি তাঁর মনোযোগ বা মনেনিবেশ বন্ধ করে দেন সময়ের সঙ্গে সঙ্গে৷ সম্পর্কে থাকা অন্যজন এই টলায়মান সম্পর্ক বিশ্লেষণ করতে থাকেন বা মাপতে থাকেন৷ ফর্মাল ব্রেক আপ থাকে না বলে এখানে কোনও ঠিকভুল হিসেবের বা অনুশোচনা করার জায়গা থাকে না৷

advertisement

গ্যাসলাইটিং (Gaslighting)

এই টার্ম আজকাল জেন ওয়াই-এর মধ্যে বহুল প্রচলিত৷ এই নামের আড়ালে বোঝানো হয় সেই সব কৌশল প্রয়োগকে, যাতে সকলকে বিশ্বাস করানো হয় যে যা দেখা যাচ্ছে, বাস্তবের সেই ছবি আসলে ভুল৷ এর থেকে রাগ, ক্রোধ, হতাশা আসতে পারে৷ যাতে সম্পর্কে থাকা একজন মর্মাহত হয়ে পড়তে পারে৷

advertisement

গোস্টিং (Ghosting)

কারওর প্রতি আগ্রহ না থাকলেও সেই সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়াকে বলে গোস্টিং৷ কাউকে ভাল না লাগলে, পুরনো আগ্রহ বা ভালবাসা হারিয়ে গেলে সেই বার্তা স্পষ্ট করে জানিয়ে দেওয়াই ভাল৷ পরিবর্তে সে কথা প্রকাশ না করে নিজের থেকে যোগাযোগ বন্ধ করে দেওয়া অস্বাস্থ্যকর৷ এতে অন্যজনের মনে হতে পারে তিনি অবহেলিত৷ এতে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি হয়৷

advertisement

আরও পড়ুন : জয়েন্ট পেইন বা গাঁটের ব্যথায় জেরবার শীতে? জানুন কীভাবে আরাম পাবেন

স্টোনওয়ালিং (Stonewalling)

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

চূড়ান্ত বিষাক্ত পরিবেশকে এই নাম দেওয়া হয়৷ হয়তো প্রেম আর অবশিষ্ট নেই৷ বা ঝগড়ার জন্য কথাবার্তা হয়তো বন্ধ৷ নিভু নিভু সম্পর্কে প্রেম হয়তো তলানিতে৷ কিন্তু সেটা মেরামত না করে একদম চুপ হয়ে যাওয়াকেই বলে স্টোনওয়ালিং৷ অর্থাৎ পাথরের দেওয়াল তুলে দেওয়া৷ এরকম আচরণের নানা কারণ থাকতে পারে৷ তবে সাধারণত মুখে কুলুপ দেওয়া এই আচরণ প্রেমিক বা প্রেমিকা করে থাকেন অন্যজনকে ‘উচিত শিক্ষা’ দিতে৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Year Ender 2023: প্রেমের দুনিয়ায় এ বছর উঠে এল কোন কোন নতুন শব্দ? আসুন, ফিরে দেখি ২০২৪ শুরুর আগেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল