Joint Pain Remedies: জয়েন্ট পেইন বা গাঁটের ব্যথায় জেরবার শীতে? জানুন কীভাবে আরাম পাবেন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Joint Pain Remedies: শীতকালে নানা ধরনের শারীরিক সমস্যা বাড়ে অনেক ক্ষেত্রেই৷ তার মধ্যে একটি পরিচিত অসুস্থতা হল গাঁটের যন্ত্রণা বা জয়েন্ট পেন
শীতকালে নানা ধরনের শারীরিক সমস্যা বাড়ে অনেক ক্ষেত্রেই৷ তার মধ্যে একটি পরিচিত অসুস্থতা হল গাঁটের যন্ত্রণা বা জয়েন্ট পেন৷ ফিজিওথেরাপিস্ট পল্লবী সিংয়ের মতে, ‘‘শীতের সময় রক্তপ্রবাহ বাধাপ্রাপ্ত হয়৷ ফলে আড়ষ্টতা দেখা দিতে পারে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে৷ ঠান্ডার প্রভাবে পেশিতে আড়ষ্টতা দেখা দেয়৷ গাঁটে বা জয়েন্টে স্ট্রেস বৃদ্ধি পায়৷ গাঁটের মসৃণতার জন্য সাইনোভিয়াল ফ্লুয়িড গুরুত্বপূর্ণ৷ শীতে এই ফ্লুইডের ঘনত্ব বেড়ে যায়৷ পারদের চাপ বেড়ে যাওয়ার জেরে ঠান্ডায় আক্রান্ত জয়েন্টে টিস্যু বর্ধিত হয়৷ ফলে বাইরে থেকেও ফোলাভাব নজরে পড়ে৷ পেইন সেন্সিটিভিটি বেড়ে যায় শীতকালীন আবহাওয়ায়৷ যাঁরা ডিপ্রেশনের শিকার, তাঁদের ক্ষেত্রে এই সমস্যা বেশি প্রকট হয়ে ওঠে৷’’
সমস্যায় আশার আলো দেখিয়েছেন চিকিৎসক স্বগাতেশ বস্তিয়া৷ বলেছেন, ‘‘হাল্কা শরীরচর্চা, অ্যান্টি ইনফ্লেম্যাটরি খাবারের ডায়েট থাকলে অস্বস্তি কমবে৷ ওয়ার্ম প্যাক, পর্যাপ্ত জলপান লাঘব করবে শারীরিক কষ্ট৷ কিছু পদক্ষেপ করলেই আরাম পাওয়া যাবে৷’’
advertisement
গাঁটের ব্যথা এড়িয়ে শীতে ভাল থাকার টিপস দিয়েছেন ফিজিওথেরাপিস্ট পল্লবী সিং৷
# উপযুক্ত গরম পোশাক পরে শরীরকে উষ্ণ রাখুন সব সময়
advertisement
# শরীরচর্চা করে রক্তপ্রবাহ এবং জয়েন্ট ফ্লেক্সিবিলিটি বজায় রাখুন
# ব্যথায় সাময়িক আরাম পেতে হিটিং প্যাড, ওয়ার্ম কম্প্রেস, হট বাথস-এর সাহায্য নিতে পারেন
আরও পড়ুন : এই খাবারগুলির পর জল খেলেই বদহজমের বিষ! জেনে নিন কোন কোন খাবার…
# ব্যথা কমাতে ডি-৩ এবং বি-১২ সাপ্লেমেন্ট গ্রহণ করুন
advertisement
# দরকারে ডাক্তার বা বিশেষজ্ঞের পরামর্শ নিতে ভুলবেন না
Location :
Kolkata,West Bengal
First Published :
December 28, 2023 4:54 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Joint Pain Remedies: জয়েন্ট পেইন বা গাঁটের ব্যথায় জেরবার শীতে? জানুন কীভাবে আরাম পাবেন