TRENDING:

Sleepless Night : অনিদ্রায় ভুগছেন? আপনার বিনিদ্র রজনীর কারণ হয়তো লুকিয়ে ঘরেই

Last Updated:

ভুল ম্যাট্রেসে শোওয়ার দরুন বিভিন্ন রকম সমস্যা তো হয়ই, সঙ্গে সাধের ঘুমও নষ্ট হয়। আর পর্যাপ্ত ঘুম না-হলে শারীরিক সমস্যার সঙ্গে সঙ্গে মানসিক সমস্যাও তৈরি হয়। তাই অনিদ্রায় ভুগলে সবার আগে ম্যাট্রেস ঠিকঠাক কি না, সে দিকে নজর দিতে হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আধুনিক জীবনের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে অনেক অভ্যাসই আমরা রপ্ত করে ফেলেছি। এর মধ্যে ভাল-খারাপ দু’ধরনের অভ্যেস থাকাই স্বাভাবিক। অনিয়মিত খাওয়া-দাওয়া, রাত জেগে কাজ করা, অতিরিক্ত স্ট্রেস নেওয়া -- এ সব কিন্তু আমাদের স্বাস্থ্যের ওপর ইতিমধ্যেই প্রভাব ফেলতে শুরু করে দিয়েছে। আর অনিদ্রা (Sleep Disorder) এর মধ্যে অন্যতম একটি উপসর্গ। এই মুহূর্তে সমগ্র বিশ্বে অনিদ্রাজনিত রোগে ভোগেন বহু মানুষ।
advertisement

তবে অনিদ্রার কারণ যে শুধুমাত্র অনিয়মিত জীবনযাপন, এমনটা কিন্তু নয়। আমাদের প্রতিদিনের ব্যবহার করা ম্যাট্রেসও অনিদ্রাজনিত রোগের অন্যতম কারণ হতে পারে। আসুন জেনে নেওয়া যাক, কী ভাবে ভুল ম্যাট্রেসের (Wrong Mattress) ব্যবহার প্রতিদিন আমাদের আরামের ঘুম কেড়ে নিচ্ছে।

 শুরুতেই একটা মজার তথ্য দিয়ে রাখা ভাল যে, আমাদের জীবনের প্রায় এক-তৃতীয়াংশ সময় আমরা নিদ্রার জন্য ব্যয় করি। কিন্তু ভুল ম্যাট্রেসে শোওয়ার কারণে ঘুমে ব্যাঘাত হয়। আর আমাদের শরীর তো বটেই, এমনকি মানসিক স্বাস্থ্যের উপরও এটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।

advertisement

আরও পড়ুন : সুস্থ, রোমান্টিক সম্পর্ক মনের সঙ্গে ভাল রাখে শরীরকেও

অসমতল ম্যাট্রেস:

 ঘুমনোর সময় শরীরের যে অংশ সরাসরি ম্যাট্রেসের সংস্পর্শে আসে, সেই অংশের ম্যাট্রেস যদি প্রয়োজনের তুলনায় সামান্যও অসমতল হয়, তা থেকে কিন্তু ব্যথা সৃষ্টি হতে পারে। বিশেষ করে স্পাইনাল কর্ড, কাঁধ বা কোমরের অংশেই এই ধরনের সমস্যা দেখা দিতে পারে।

advertisement

 অতিরিক্ত তাপমাত্রা:

 ঘুমের সময় আমাদের শরীর প্রয়োজনমতো তাপ মোচন করে। ফলে আমাদের মতো উষ্ণপ্রধান দেশে অতিরিক্ত ঘেমে গিয়ে বারবার ঘুম ভেঙে যাওয়াই স্বাভাবিক।

advertisement

 অতিরিক্ত নরম বা শক্ত ম্যাট্রেস:

 অসমতল ম্যাট্রেসের মতোই অতিরিক্ত নরম বা শক্ত ম্যাট্রেসও নিদ্রায় ব্যাঘাত ঘটায়। কারণ নরম ম্যাট্রেস যেমন এক দিকে আমাদের কাঁধ, কোমর বা হাতের নীচে পর্যাপ্ত ব্যালান্স তৈরি করতে পারে না, অন্য দিকে তেমনি অতিরিক্ত শক্ত ম্যাট্রেস কিন্তু ওই সব অংশে খুব বেশি চাপ প্রয়োগ করে।

advertisement

আরও পড়ুন : বন্ধ্যাত্ব দূর করে ফার্টিলিটি বৃদ্ধিতে এই সুপারফুডগুলি জুড়িহীন, ডায়েটে রাখতে ভুলবেন না

 

অ্যালার্জির সমস্যা:

 ম্যাট্রেসে জমে থাকা ছাড়পোকা বা ধুলো থেকে অনেকেরই অ্যালার্জির সমস্যা হয়। এটিও অনিদ্রার অন্যতম কারণ।

 কী ভাবে সঠিক ম্যাট্রেস নির্বাচন করা যাবে?

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

 লক্ষ্য রাখতে হবে, ঠিক কোন ধরনের ম্যাট্রেস পর্যাপ্ত ভাবে শরীরের সঙ্গে সামঞ্জস্য রাখছে। আর এটাও দেখতে হবে যে, ম্যাট্রেসের কারণে উপরোক্ত কোনও ধরনের সমস্যা তৈরি হচ্ছে কি না। তাই সব দিক দেখে একটু পরীক্ষা-নিরীক্ষা করে তবেই ভাল কোয়ালিটির ম্যাট্রেস কেনা উচিত।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Sleepless Night : অনিদ্রায় ভুগছেন? আপনার বিনিদ্র রজনীর কারণ হয়তো লুকিয়ে ঘরেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল