আরও পড়ুন- কোভিডে বেড়েছে নৈকট্য! সন্তান নয়, পোষ্যের অভিভাবক হতে চাইছেন অনেক মানুষই: সমীক্ষা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Prime Minister Narendra Modi) এই উপলক্ষ্যে ট্যুইট করেছেন, “বিশ্ব জল দিবসে (World Water Day 2022) আসুন জলের প্রতিটি ফোঁটা সংরক্ষণ করার জন্য অঙ্গীকার করি। আমাদের দেশ নাগরিকদের জন্য জল সংরক্ষণ এবং বিশুদ্ধ পানীয় জল নিশ্চিত করার জন্য ‘জল জীবন মিশনে’র (Jal Jeevan Mission) মতো অসংখ্য ব্যবস্থা গ্রহণ করছে।”
advertisement
তিনি আরও বলেন, “গত কয়েক বছর ধরে, দেশের সমস্ত অংশে উদ্ভাবনী প্রচেষ্টার মাধ্যমে জল সংরক্ষণ একটি গণ আন্দোলনে পরিণত হয়েছে দেখে আনন্দিত। আমি সেই সমস্ত ব্যক্তি ও সংস্থার প্রশংসা করতে চাই যারা জল সংরক্ষণের জন্য কাজ করছে।”
আরও পড়ুন- পঞ্জাবে ক্ষমতায় এসেই ভগত-রাজগুরু-সুখদেবের শহিদ দিবসে সরকারি ছুটির ঘোষণা আপের
এই বছরের দিনটির (World Water Day 2022) লক্ষ্য হল ভূগর্ভস্থ জল (groundwater)। অনেক দেশ অত্যধিক ব্যবহার করে করে হ্রাসপ্রাপ্ত সম্পদে পরিণত করেছে মাটির নীচের জলকে। ভূগর্ভস্থ জল গার্হস্থ্য এবং শিল্প উৎপাদনে ব্যবহারের জন্য পাম্প করে তোলা হয়। পাশাপাশি বাস্তুতন্ত্রের স্বাভাবিক কার্যকারিতার জন্যও গুরুত্বপূর্ণ এই জল। জাতিসংঘ তার ওয়েবসাইটে ভূগর্ভস্থ জলের উপর অতিরিক্ত নির্ভরতার সমস্যাজনক দিকগুলি সম্পর্কে বিস্তারিত জানিয়ে লিখেছে, “আমাদের অবশ্যই অতিরিক্ত শোষণ থেকে ভূগর্ভস্থ জলকে রক্ষা করতে হবে। বৃষ্টি ও তুষার গলা জলে রিচার্জের চেয়ে বেশি জল তুলে ফেলা হচ্ছে। দুষণের ফলে এই সম্পদের প্রক্রিয়াকরণের অতিরিক্ত খরচ হচ্ছে এবং কখনও কখনও এই জল আর ব্যবহার করাও যাচ্ছে না।" জনসাধারণকে ৬০-সেকেন্ডের একটি ভিডিও শ্যুট করতেও বলেছে জাতিসংঘ। জীবনে ভূগর্ভস্থ জলের প্রভাব এবং এই সম্পদকে রক্ষা করার জন্য আর কী করা যেতে পারে সেই বিষয়েই ভিডিওটি তৈরি করতে হবে।
ভিডিওটি #MyGroundwaterStory এবং #WorldWaterDay হ্যাশট্যাগ সহ YouTube বা Vimeo-তে পোস্ট করতে পারেন নেটিজেনরা।