TRENDING:

World Radio Day 2022: ভুয়ো খবরের দুনিয়ায় এখনও 'বিশ্বস্ত' মাধ্যম রেডিও!

Last Updated:

World Radio Day: COVID-19 মহামারী চলাকালীন, রেডিও ঘৃণা বা বৈষম্যকে প্ররোচিত না করে তথ্যের একটি নির্ভরযোগ্য উৎস হিসেবে প্রমাণিত হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ছাপার হরফেই সংবাদপত্রের মাধ্যমে গণমাধ্যমের সূচনা হয়েছিল বিশ্বে। তথ্য ছড়িয়ে দেওয়ার প্রথম মাধ্যমটিই ছিল কলম এবং কাগজ। প্রযুক্তির বিবর্তনের সঙ্গে সঙ্গে বিজ্ঞানীরা ট্রান্সমিশন এবং শব্দ তরঙ্গ নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। যারই ফলস্বরূপ জনপ্রিয় সম্প্রচার মাধ্যম রেডিওর (World Radio Day 2022) জন্ম।
advertisement

আরও পড়ুন- টয়লেট সিটের চেয়েও বেশি ব্যাকটেরিয়া রয়েছে গাড়ির ভেতরে! থাকতে পারে ই কোলাইও

বিশ্ব রেডিও দিবস: ইতিহাস

১৯ শতকের মাঝামাঝি থেকে বিশ্বে রেডিও সম্প্রচার শুরু হয়। শব্দ তরঙ্গ এবং সংকেতের সাহায্যে একটি নির্দিষ্ট ব্যান্ডউইথের মধ্যে বার্তা পাঠানো শুরু হয়। তবে ভারতে রেডিওর আগমন বিংশ শতাব্দীর গোড়ার দিকে। যদিও গণমাধ্যমের জনপ্রিয় মাধ্যম হয়ে উঠতে বেশ কয়েক বছর সময় লেগেছিল।

advertisement

তথাকথিত অশিক্ষিত মানুষের জন্য তথ্য প্রচারের কথা মাথায় রেখে রেডিওর প্রয়োজনীয়তা অনুভূত হয়। যারা বিজ্ঞাপন এবং সংবাদপত্র পড়তে পারতেন না তারা রেডিওর উদ্ভাবনের পরে বিভিন্ন তথ্য ও সংবাদ ভালোভাবে শুনতে ও বুঝতে পারতেন। এই গণমাধ্যমটির জনপ্রিয়তাকে বাঁচিয়ে রাখতে এবং এর ব্যবহারের বিস্তারের জন্য প্রতি বছর ১৩ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী বিশ্ব বেতার দিবস পালিত হয়।

advertisement

আরও পড়ুন- কোথাও চাবুক মেরে যৌনতা, কোথাও বসকে চকলেট উপহার! দেখুন ভ্যালেন্টাইন্স ডে'র রকমফের

বিশ্ব রেডিও দিবস ২০২২: তাৎপর্য

দিনটি (World Radio Day 2022) উদযাপনের মূল উদ্দেশ্যই হল শ্রবণের মাধ্যমের বর্তমান সময়ের সংবাদ, বিনোদন, বিতর্ক সবকিছুর সঙ্গে মানুষকে তাল মিলিয়ে চলতে শিখতে উৎসাহিত করা। টেলিভিশন জনপ্রিয়তার এত এত বছর পরেও, রেডিও গানের বিশ্বস্ত মাধ্যম, ভ্রমণের সঙ্গী এবং সর্বোপরি কমিউনিটি রেডিওর মাধ্যমে দেশের বিভিন্ন সম্প্রদায়ের কণ্ঠস্বর বিশ্বের কাছে পৌঁছে দিয়েছে বেতার।

advertisement

ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারিত ভুয়ো খবরে ছেয়ে গিয়েছে বিশ্ব। এরই মাঝে রেডিও কিন্তু এখনও সংবাদের বিশ্বস্ত উৎস হিসাবে মানুষের কাছে নিজের ভাবমূর্তি রাখতে সক্ষম হয়েছে। COVID-19 মহামারী চলাকালীন, রেডিও ঘৃণা বা বৈষম্যকে প্ররোচিত না করে তথ্যের একটি নির্ভরযোগ্য উৎস হিসেবে প্রমাণিত হয়েছে।

বিশ্ব রেডিও দিবস ২০২২: থিম

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

এ বছর বিশ্ব বেতার দিবসের (World Radio Day 2022) মূল থিম ‘রেডিও অ্যান্ড ট্রাস্ট’ (Radion and Trust)। সংবাদ প্রচারের মাধ্যমের বিশ্বাসযোগ্যতার কথা মাথায় রেখে এই থিমটির প্রস্তাব দেওয়া হয়েছিল।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
World Radio Day 2022: ভুয়ো খবরের দুনিয়ায় এখনও 'বিশ্বস্ত' মাধ্যম রেডিও!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল