প্রতিবেদনটির লক্ষ্য বিশ্বজুড়ে মানুষের সুখের পরিমাপ করা৷ বিভিন্ন দেশে পরিচালিত সমীক্ষা থেকে সংগৃহীত তথ্যের উপর ভিত্তি করে প্রতিবেদনটি লেখা হয়েছে৷ তবে গত তিন বছরে গোটা বিশ্বের পরিস্থিতি বদলে গিয়েছে অনেকটাই৷ বদলে গিয়েছে জীবনধারা, অর্থনৈতিক সমৃদ্ধির ছবি৷ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে কোভিড-১৯ মহামারি মানুষের জীবন ও সুখের ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। এই মহামারি উদ্বেগ বিষণ্মতা যেমন বাড়িয়েছে, তেমনই প্রতিবেদনে এও উল্লেখ করা হয়েছে কীভাবে প্রত্যেকটি দেশ একে অপরের পাশে দাঁড়িয়েছে৷
advertisement
কিন্তু ১৩৬টি দেশের মধ্যে ভারত ১২৫-তম স্থানে রয়েছে৷ অর্থাৎ এটি বিশ্বের সবচেয়ে কম সুখী দেশগুলির মধ্যে একটি। নেপাল ৭৮তম, চীন ৬৪তম, বাংলাদেশ ১১৮তম, পাকিস্তান ১০৮তম এবং শ্রীলঙ্কা ১১২তম স্থানে রয়েছে৷ ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টের একেবারে নীচে আফগানিস্তান ১৩৭ তম অবস্থানে রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী দ্বিতীয় স্থানে রয়েছে ডেনমার্ক, তিন নম্বরে আইসল্যান্ড, চতুর্থ ও পঞ্চম অবস্থানে যথাক্রমে ইসরায়েল ও নেদারল্যান্ড রয়েছে। র্যাঙ্কিংয়ের শীর্ষ দশটি দেশের মধ্যে নিউজিল্যান্ড একমাত্র অ-ইউরোপীয় দেশ যা তালিকায় জায়গা করে নিয়েছে।