TRENDING:

Urine Infection In Women: পেটে ব‍্যথা, হলুদ প্রস্রাব? এই মারাত্মক রোগ হয়নি তো? মহিলারা সাবধান!

Last Updated:

প্রস্রাবদ্বারে সাধারণ অস্বস্তি নাকি ইউটিআই ইনফেকশন? শরীরে কোন লক্ষণগুলি দেখলে বুঝবেন যে আপনি ইউটিআইয়ের সমস‍্যায় আক্রান্ত? সঠিক সময়ে চিকিত্‍সা করা না হলে মারাত্মক পর্যায়ে পৌঁছতে পারে এই রোগ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অস্বাস্থ‍্যকর জীবনযাপন এবং ভুল খাদ‍্যাভাস ডেকে আনছে একাধিক শারীরিক সমস‍্যা। ইউটিআই বা প্রস্রাবের জায়গায় ইনফেকশন বর্তমানে মেয়েদের একটি অতিপরিচিত সমস‍্যা। সাধারণ ভাষায় একে ইউরিন ইনফেকশনও বলা হয়।
পেটে ব‍্যথা, হলুদ প্রস্রাব? এই মারাত্মক রোগ হয়নি তো? মহিলারা সাবধান!
পেটে ব‍্যথা, হলুদ প্রস্রাব? এই মারাত্মক রোগ হয়নি তো? মহিলারা সাবধান!
advertisement

সঠিক সময়ে চিকিত্‍সা করা না হলে মারাত্মক পর্যায়ে পৌঁছতে পারে এই রোগ। কিন্তু প্রস্রাবদ্বারে সাধারণ অস্বস্তি নাকি ইউটিআই ইনফেকশন? শরীরে কোন লক্ষণগুলি দেখলে বুঝবেন যে আপনি ইউটিআইয়ের সমস‍্যায় আক্রান্ত? দিল্লির সঞ্জয় গান্ধি মেমোরিয়াল হাসপাতালের গাইনোকোলজিস্ট ডক্টর জ্যোৎস্না দেবী বিশদে জানালেন এই রোগ সম্বন্ধে।

তলপেটে ব্যথা: তলপেটে ব‍্যথার সমস‍্যা মহিলাদের মোটেই উপেক্ষা করা উচিত নয়। কারণ এটি ইউরিন ইনফেকশনের লক্ষণও হতে পারে। অনেক ক্ষেত্রে মহিলারা এই সমস‍্যাকে পিরিয়ডের ব‍্যথা ভেবে উপেক্ষা করেন। এ অবস্থায় চিকিৎসকের পরামর্শ খুবই জরুরি।

advertisement

আরও পড়ুন: রাতে রুটি খান? আটার সঙ্গে মেশান এই জিনিস, ওজন বৃদ্ধি থেকে ডায়াবেটিস, নিয়ন্ত্রণে থাকবে একাধিক সমস‍্যা

প্রস্রাবের জায়গায় জ্বলন: প্রস্রাবের সময় জ্বালার সমস‍্যায় বহু নারী কষ্ট পান। এটিও ইউরিন ইনফেকশনের লক্ষণ হতে পারে। এই পরিস্থিতিতে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে যাওয়া উচিত। বিশেষজ্ঞদের মতে, ইউরিন ইনফেকশন এড়াতে পাবলিক টয়লেট ব্যবহার করার সময় বিশেষ সতর্ক থাকতে হবে। বাথরুমের পরিষ্কার-পরিচ্ছন্নতার ক্ষেত্রে বেশি যত্ন নিতে হবে।

advertisement

বার বার প্রস্রাবের হওয়া: মহিলাদের ঘন ঘন প্রস্রাব হওয়াও ইউরিন ইনফেকশনের লক্ষণ হতে পারে। এ ছাড়া অনেক সময় প্রবল প্রস্রাবের চাপ অনুভূত হলেও টয়লেটে যাওয়ার পর খুব কম পরিমাণে প্রস্রাব হয়। এই ধরনের কোনও সমস‍্যর শিকার হলে ত‍্যক্ষণাত্‍ ডাক্তারের কাছে যান।

ক্লান্তি বোধ: অতিরিক্ত ক্লান্তি বোধ করলেও সতর্ক হন। এটিও ইউরিন ইনফেকশনের একটা বড় লক্ষণ হতে পারে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রস্রাবের রঙ পরিবর্তন: প্রস্রাবের রং কি হলুদ বা বেজ? প্রস্রাবের রঙের এই পরিবর্তনও ইউটিআইয়ের লক্ষণ হতে পারে। অনেক সময় এই সমস্যা এতটাই মারাত্মক আকার ধারণ করে যে প্রস্রাবের দ্বার দিয়ে রক্তও​বের হতে থাকে। এমন পরিস্থিতিতে অবিলম্বে একজন ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Urine Infection In Women: পেটে ব‍্যথা, হলুদ প্রস্রাব? এই মারাত্মক রোগ হয়নি তো? মহিলারা সাবধান!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল