সাম্প্রতিক রিসার্চ কিন্তু ঠিক উল্টো কথা বলছে ৷ নিজেদের বেডরুমে পুরুষদের তুলনায় মহিলারা বেশি অপরিচ্ছন এবং খোলামেলা থাকতে পছন্দ করেন ৷ মার্কিন মুলুকের একটি রিসার্চ সংস্থা ErgoFlex জানিয়েছে পুরুষরা প্রতি দু'সপ্তাহে একবার করে বিছানার চাদর কাচেন ৷ আর মহিলারা এক মাসে একবার বিছানার চাদর কাচেন ৷
আবার নিজের বেডরুমে নগ্ন অবস্থায় থাকতে মহিলারাই বেশি স্বচ্ছন্দ বা পছন্দ করেন ৷ শতাংশের হিসেবে ৬১ শতাংশ মহিলা নগ্ন হয়ে শোন ও পুরুষদের ৩৯ শতাংশ নগ্ন হয়ে শুতে পছন্দ করেন ৷
advertisement
আরও পড়ুন - সুন্দরীর প্রেমের জালে লাখ টাকা খুইয়েছেন বহু মানুষ ! অবশেষে ধরা পড়ল তরুণী
বাড়িতে আজকাল ছেলে -মেয়ে নির্বিশেষে পায়জামা পরেন ৷ আর সেটা পরিষ্কার রাখার ক্ষেত্রেও ছেলেরা বেশি তাড়াতাড়ি জামা কাচেন ৷ ছেলেরা সাধারণত তিনদিন পরার পর রাতের পোশাক কাচেন ৷ আর মেয়েরা ৫দিন পর ৷