সুন্দরীর প্রেমের জালে লাখ টাকা খুইয়েছেন বহু মানুষ ! অবশেষে ধরা পড়ল তরুণী

Last Updated:
#ঢাকা: বয়স মাত্র ১৯ ৷ নাম ইডেন ডিসিলভা ৷ তরুণীর সৌন্দর্য্যে সবাই এতটাই মোহিত, যে তার আসল পরিচয় নিয়ে কেউ কখনও মাথাই ঘামাননি ৷ আর তাতেই নিজেদের বিপদ ডেকেছেন অনেক তরুণই ৷ সোশ্যাল মিডিয়ায় এই সুন্দরীর ফাঁদে পড়েই অনেকেই প্রায় সর্বস্ব হারাতে বসেছিলেন ৷ তরুণীর মাদক সেবনের ছবি যেমন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ৷ তেমনি তার এক একটা সেলফিতেই মাত তরুণরা ৷ আর এই সৌন্দর্য্যের সুযোগ নিয়েই ভার্চুয়াল জগতে একাধিক ব্যক্তিদের থেকে নানা সুবিধা এতদিন নিয়ে আসছিল এই তরুণী ৷ অবশেষে সে ধরা পড়েছে পুলিশের জালে ৷
পুলিশ জানিয়েছে, ঢাকার অভিজাত গুলশান এলাকায় হামেশাই শহরের ধনী ব্যক্তিদের সঙ্গে দেখা গিয়েছে এই তরুণীকে ৷ তার আরেক নাম রামিসা সিমরন বলে জানা গিয়েছে ৷ নিজের সৌন্দর্য্যের জালে ফাঁসিয়ে অনেকের থেকেই নানা সুবিধা নিয়েছে সে ৷ প্রয়োজনে ব্ল্যাকমেল করতেও ছাড়ত না ইডেন ৷ দামী ঘড়ি থেকে শুরু করে সবমিলিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রায় ৩৬ লক্ষ টাকা এই তরুণী চুরি করেছে বলে অভিযোগ ৷
advertisement
213020_bangladesh_pratidin_bdp_eden
advertisement
এই সুন্দরী প্রেমের জালে ফাঁসিয়ে অনেক ব্যক্তির কাছ থেকেই লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ। ঢাকার এক সংসদ সদস্যের ছেলে তার ফাঁদে পড়ে অনেক কিছু হারিয়েছেন এবং মাদকের খপ্পড়েও পড়েছেন বলেও পুলিশের কাছে অভিযোগ এসেছে। গুলশন, বনানী ও মিরপুর-সহ একাধিক থানায় এই তরুণীর নামে মামলা ও জিডি রয়েছে। এই চক্রের বেশ কয়েকজনকে এর মধ্যে গ্রেফতার করা সম্ভব হলেও ইডেন ডি সিলভা বরাবরই পুলিশের নাগালের বাইরে থেকে গিয়েছে। অবশেষে শুক্রবার পুলিশের জালে ধরা পড়ে সে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
সুন্দরীর প্রেমের জালে লাখ টাকা খুইয়েছেন বহু মানুষ ! অবশেষে ধরা পড়ল তরুণী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement