TRENDING:

Magic Pakoda: মাছ মাংস ডিমের মিশেলে ম্যাজিক পকোড়া! শীতের সন্ধ্যায় কফির সঙ্গে একবার খেয়ে তো দেখুন

Last Updated:

Magic Pakoda: ম্যাজিক শো তো অনেকেই দেখে থাকেন। কিন্তু জানেন কি খাদ্যের উপাদানেও আছে ম্যাজিক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কৌশিক অধিকারী, মুর্শিদাবাদ: বিকেল বা সন্ধ্যায় চা-কফির সঙ্গে কিছু একটা মুচমুচে পদ থাকলে দারুণ হয়, তাই না! বিকেলের চায়ের সঙ্গে ‘টা’-এর স্বাদ মেটাতে হাজির ম্যাজিক পকোড়া। ম্যাজিক শো তো অনেকেই দেখে থাকেন। কিন্তু জানেন কি খাদ্যের উপাদানেও আছে ম্যাজিক। ম্যাজিক পকোড়া বিক্রি হচ্ছে বহরমপুরে। বহরমপুরের মহিলা সুমিতা তেওয়ারি নিজে স্বর্নিভরতার পথ বেছে নিয়ে ফাস্টফুডের সঙ্গে এই ম্যাজিক পকোড়া বিক্রি করছেন।
advertisement

২০ টাকা প্রতি পিস হিসেবে বিক্রি করা হচ্ছে এই বিশেষ পদ। ডিম, চিকেন ও মাছের আইটেম দিয়ে মিশ্রণ করে এই ম্যাজিক পকোড়া তৈরি। সময়ের সঙ্গে সন্ধ্যা হলেই যেন চা কিংবা কফির সঙ্গে গরমাগরম পকোড়ার জন্য মন কেমন করে।খাদ্যরসিক বাঙালি ঠান্ডা পড়তেই যেন আরও বেশি করে খাদ্যপ্রেমী হয়ে ওঠেন।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

স্ন্যাকস খেতে প্রায় সকলেরই ভাল লাগে। তাই চা ও কফির সঙ্গে এই ম্যাজিক পকোড়া খেলে কিন্তু মন ও পেট দুই ভরে যাবে। মূলত চিকেন, ভেটকি মাছ ও ডিম দিয়ে তৈরি করা হয়েছে এই ম্যাজিক পকোড়া। সব কিছু দিয়ে মাংসকে সিদ্ধ করে তার পরে তা  বেসনের ভেতরে কালো জিরে দিয়ে ভাল করে ফাটিয়ে গরম গরম তেলে ছেড়ে ভাজা হচ্ছে এই পকোড়াকে।সুমিতা তিওয়ারি নিজে সাবলম্বী হয়ে অন্যান্যদের স্বর্নিভর করে তুলছেন এই পকোড়া বিক্রি করে।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Magic Pakoda: মাছ মাংস ডিমের মিশেলে ম্যাজিক পকোড়া! শীতের সন্ধ্যায় কফির সঙ্গে একবার খেয়ে তো দেখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল