কলকাতা শহর থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরে মেদিনীপুর শহর। এই মেদিনীপুর শহর যেমন একাধারে বিপ্লবীদের জেলা হিসেবে পরিচিত তেমনই জেলায় রয়েছে বেশ কয়েকটি নিত্যনতুন ঘোরার জায়গা। যা আপনার মন ভাল করে দেবে। নিয়ে যাবে এক আনন্দের মোহে। তাই যারা সপ্তাহান্তে ঘুরে আসার প্ল্যান করছেন তারা অবশ্যই ঘুরে দেখুন মেদিনীপুর শহরে এই ক’টি ঘোরার জায়গা। মেদিনীপুর শহরের উপকণ্ঠে রয়েছে গোপগড় ইকোপার্ক। চারিদিকে সবুজে ঘেরা এই ইকো পার্কের সাজিয়ে তুলেছে বন বিভাগ। গোপগড় ঐতিহাসিক দিক থেকে গুরুত্বপূর্ণ। চারিদিকে সবুজ গাছ বিভিন্ন ফুলের বাগানে সাজিয়ে তোলা হয়েছে চারিদিক। রয়েছে ক্লকটাওয়ার, ওয়াচ টাওয়ার সহ ছবি তোলার দুর্দান্ত জায়গা।
advertisement
আরও পড়ুন: চন্দননগরের প্রথম জগদ্ধাত্রী পুজো কোনটি জানেন? ইতিহাস অবাক করবে
অন্তত একটা দিন ঘুরে আসার প্ল্যান করছেন তারা অবশ্যই ঘুরে দেখুন গোপগড় ইকোপার্ক রয়েছে বাচ্চাদের খেলার নানা জিনিস। মেদিনীপুর স্টেশন কিংবা বাসস্ট্যান্ড থেকে সামান্য কিছুটা দূরেই এই পার্ক। শুধু তাই নয় অন্যদিকে বিকেলের সময় কাটানোর জন্য এক অন্যতম ডেস্টিনেশন গান্ধিঘাট। কংসাবতী নদীর উপর গড়ে তোলা হয়েছে এই ঘাটটি। বিকেলের মনোরম পরিবেশ, সেলফি জোনে দেদার সেলফি তোলা এবং সব মিলিয়ে দুর্দান্ত অ্যাম্বিয়েন্স উপভোগ করতে পারবেন আপনি।
গান্ধি ঘাট থেকে সামান্য কিছুটা দূরেই রয়েছে অ্যানিকেট ড্যাম। এখানে নদী বাঁধ দিয়ে ধীরে ধীরে গড়িয়ে পড়ছে কাঁসাইয়ের জল। দেখে মনে হবে যেন ছোট্ট ঝর্না। এছাড়াও ঝর্নার গড়িয়ে পড়া জলের কুলু কুলু শব্দ আপনাকে মুগ্ধ করবে। সারাদিনের অফিসের কচকচানি, মানসিক চাপ যেন নিমেষেই দূর হয়ে যাবে এখানে এলে।
রঞ্জন চন্দ





