Success Story: মেঘবৃষ্টির আনাগোনার খবর তাঁরই আস্তিনে! গবেষণায় সাফল্যের আকাশে বাংলার প্রত্যন্ত গ্রামের মেধাবিনী
- Published by:Arpita Roy Chowdhury
- hyperlocal
- Written by:Bangla Digital Desk
Last Updated:
East Medinipur Success Story: কলেজের গণ্ডি পেরিয়ে গবেষণার জন্য পুণের মত শহরে পৌঁছে যাওয়া। অবশেষে তাঁর যাত্রার স্বীকৃতি পেলেন তিনি।
পাঁশকুড়া, সৈকত শী: প্রত্যন্ত গ্রামের মেয়ে নিজের স্বপ্নকে ছুঁতে পারলেন। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল গবেষক হওয়া। আর তাতেই তিনি সফল। ছোটবেলা থেকেই পড়াশুনায় অত্যন্ত মেধাবী পাঁশকুড়ার প্রত্যন্ত গ্রামের এক মেয়ে। গ্রাম পেরিয়ে শহরের স্কুলে পড়তে আসা। আবার সেখান থেকে বড় শহরে উচ্চতর ডিগ্রি লাভ। কলেজের গণ্ডি পেরিয়ে গবেষণার জন্য পুণের মত শহরে পৌঁছে যাওয়া। অবশেষে তাঁর যাত্রার স্বীকৃতি পেলেন তিনি। পাঁশকুড়ার প্রত্যন্ত গ্রামের মেয়ে চলতি বছর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিকাল মেটেওরলজিক্যাল সেরা জুনিয়র গবেষক হিসেবে স্বীকৃতি পেলেন।
পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার প্রত্যন্ত গ্রাম নস্করদিঘী। এই গ্রামের বাসিন্দা তিয়াসা দেব এই বছর সেরা জুনিয়র গবেষক পুরস্কার জিতেছেন। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেটেওরলজিক্যাল থেকে পুরস্কৃত হলেন। তিয়াসা প্রথমে গ্রামের স্কুলে প্রাথমিক শিক্ষা শেষ করেন। তারপর সেখান থেকে পাঁশকুড়া শহরের পাঁশকুড়া গার্লস স্কুলে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন আশুতোষ কলেজ থেকে ফিজিক্স নিয়ে ব্যাচেলার ডিগ্রি লাভ করেন। তারপর মাস্টার্স ডিগ্রি। তিয়াসার স্বপ্ন ছিল ছোটবেলা থেকেই গবেষণা করা। সেই ছোটবেলার স্বপ্ন বাস্তবায়িত হল। গবেষণার জন্য তিয়াসা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেটেওরোলজিক্যাল-এ সুযোগ পান। তাঁর যাত্রা এখানেই থেমে যায়নি। অবশেষে সেরা গবেষক হিসেবে পুরস্কৃত হলেন।
advertisement
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেটেওরোলজি ভারতের মহারাষ্ট্রের পুনে শহরে অবস্থিত একটি বৈজ্ঞানিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান স্বশাসিত। আবহাওয়া এবং জলবায়ু সংক্রান্ত উচ্চশিক্ষা ও গবেষণার কাজে সুপ্রসিদ্ধ। বর্ষা আবহাওয়ার মৌলিক এবং প্রয়োগিত গবেষণার জন্য একটি জাতীয় প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেটেওরোলজি। গ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়া এবং জলবায়ু বিজ্ঞানের গবেষণার উপর দৃষ্টি নিবদ্ধ করার জন্য তিয়াসা দেব পুরস্কৃত হলেন।
advertisement
advertisement
আরও পড়ুন : উচ্চতা ৩ ফুট! ওজন ২০ কেজিরও কম! শারীরিক প্রতিকূলতা, আইনি জটিলতা পেরিয়ে গণেশ আজ সফল চিকিৎসক
এ বিষয়ে তিয়াসা দেব জানিয়েছেন, ‘‘গ্রামের আর পাঁচটা মেয়ের মতোই গ্রামের স্কুলে পড়াশোনা করে বড় হয়েছি। আমি সাধারণ পরিবার থেকে উঠে এসেছি। স্বপ্ন ছিল গবেষক হওয়া। সেই স্বপ্ন সফল হয়েছে। জলবায়ুর উপর গবেষণাপত্র এই পুরস্কার এনে দিয়েছে।’’ তিয়াসার পরিবারের লোকজন জানিয়েছেন, তিয়াসা ছোটবেলা থেকেই পড়াশোনায় ভাল। পড়াশোনার প্রতি আলাদা জেদ কাজ করত। ছোট থেকে গবেষক হওয়ার স্বপ্ন ছিল। অবশেষে সেই স্বপ্নপূরণ হয়েছে। এতে আমরা সবাই খুশি। গ্রামের সাধারণ পরিবারের মেয়ে আজ সফলতার শিখরে পৌঁছে গিয়েছে!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 27, 2025 8:02 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Success Story: মেঘবৃষ্টির আনাগোনার খবর তাঁরই আস্তিনে! গবেষণায় সাফল্যের আকাশে বাংলার প্রত্যন্ত গ্রামের মেধাবিনী
