TRENDING:

Skincare Tips with honey: এক চিমটে মধু, সঙ্গে এই ৩ উপাদানে ত্বকে প্রাণ ফেরান, নজরকাড়া জেল্লায় চমকে যাবেন!

Last Updated:

skincare with honey: বাতাস শুষ্ক বলেই ত্বক শুষ্ক হয়ে যায়। এটা যে শুধু কষ্টের তাই নয়, এরকম শুষ্ক ও প্রাণহীন ত্বকে কোনও মেকআপও করা যায় না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শীতকালে বাতাসে একদম আর্দ্রতা থাকে না। বাতাস শুষ্ক বলেই ত্বক শুষ্ক হয়ে যায়। এটা যে শুধু কষ্টের তাই নয়, এরকম শুষ্ক ও প্রাণহীন ত্বকে কোনও মেকআপও করা যায় না। এরকম একটা অস্বস্তিকর পরিস্থিতি কোনও মহিলার কাছেই কাম্য নয়। তবে এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার সহজ একটা রাস্তা আছে। আর সেটা হল মধুর ব্যবহার।
advertisement

ত্বকের জন্য মধুর উপকারিতা

মধুতে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ রয়েছে। এটি মুখে ব্রণ ইত্যাদি হতে দেয় না।

এতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিইনফ্লেমেটরি বৈশিষ্ট্য ত্বকের অনেক উপকার করে।

এটি এক ধরনের প্রাকৃতিক ময়েশ্চারাইজার। ত্বককে শুষ্ক হতে দেয় না।

মধু ত্বকের পিএইচ ভারসাম্য বজায় রাখে এবং ত্বক সুস্থ রাখে।

দেখে নেওয়া যাক এই শীতে ত্বকচর্চায় কীভাবে আমরা মধু ব্যবহার করতে পারি।

advertisement

আরও পড়ুন: চেষ্টা করেও ওজন বাড়ছে না? আকর্ষণীয় শরীর পেতে ডায়েটে আনুন এই বদল

মধু এবং অ্যালো ভেরা জেল

উপাদান

১ চা চামচ অ্যালো ভেরা জেল

১/২ চা চামচ মধু

পদ্ধতি

অ্যালো ভেরা জেল এবং মধু দুটোই মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটি মুখে লাগিয়ে হালকা মাসাজ করতে হবে। এভাবে ৫ মিনিট মাসাজ করে তারপর জল দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে। অ্যালো ভেরা বা ঘৃতকুমারী হল মুশকিল আসান ভেষজ। এটি ত্বকের আর্দ্রতা বজায় রাখে এবং বলিরেখা কমায়। নিয়মিত রাতে ঘুমানোর আগে এই ঘরোয়া উপায়টি অবলম্বন করলে খুব ভাল ফল মিলবে।

advertisement

আরও পড়ুন: কিছু খেলেই অ্যাসিডিটিতে ভোগেন? গ্যাস, অম্বলের সমস্যা তাড়াতে আজ থেকেই বদলান এই অভ্যাস

দুধ এবং মধু

উপাদান

১ চা চামচ দুধ

১ চা চামচ মধু

পদ্ধতি

দুধ ও মধু মিশিয়ে এই মিশ্রণ দিয়ে মুখ পরিষ্কার করতে হবে। কারণ দুধ হল একটি প্রাকৃতিক এক্সফোলিয়েটর এবং মধু হল একটি প্রাকৃতিক ময়েশ্চারাইজার। দুটোই মিশিয়ে মুখে লাগালে ত্বকের উপরিভাগের মৃত কোষ উঠে যাবে এবং ত্বক হয়ে উঠবে কোমল।

advertisement

মধু এবং কলা

উপাদান

১ চা চামচ মধু

১ টেবিল চামচ কলার পেস্ট

পদ্ধতি

মধু ও কলা চটকিয়ে মিশিয়ে পেস্টের মতো মুখে লাগাতে হবে। ১৫ থেকে ২০ মিনিট পর মুখ পরিষ্কার করতে হবে। সপ্তাহে ২ থেকে ৩ বার এই পেস্ট ব্যবহার করলে অনেক উপকার পাওয়া যাবে।

advertisement

তবে একটা কথা মাথায় রাখতে হবে। ত্বক যদি সংবেদনশীল হয় তবে অবশ্যই যে কোনও প্যাক ব্যবহারের আগে প্রথমে একটি ত্বকের প্যাচ পরীক্ষা করে নিতে হবে।

(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Skincare Tips with honey: এক চিমটে মধু, সঙ্গে এই ৩ উপাদানে ত্বকে প্রাণ ফেরান, নজরকাড়া জেল্লায় চমকে যাবেন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল