আজ বিয়ে বাড়িতে গেলে একটা ভুল কিন্তু একদম করবেন না। কোনওভাবেই বিয়েবাড়িতে মাংসের পদ খাওয়ার পর মিষ্টি খাবেন না। এই ভুলটা করলে শরীরে যা হবে, ভাবতে পারবেন না।
যে কোনও বিয়েবাড়িতে মাংস ও মিষ্টি কম-বেশি থাকেই। কোনও বিয়েবাড়িতে থাকে চিকেন, কোথাও মটন। আর এখন তো শীতকাল। এই সময় বিয়ে বাড়িতে নলেন গুড়ের রসগোল্লা বা সন্দেশ হয়। তবে দুটো জিনিস একেবারেই একসঙ্গে খাওয়াটা ঠিক নয়।
advertisement
আরও পড়ুন- খাবার খেতে খেতে জল খাওয়া উচিত কি না? ৯৯% মানুষই জানেন না! জানুন চিকিৎসকের মত
বহু আগে থেকেই একটা কথা প্রচলিত রয়েছে। মাংস ও মিষ্টি একসঙ্গে খেলে গুরুপাক হয়। কিন্তু মাংসের পর মিষ্টি খেলে শরীরে যেটা হয় তা অনেকেই হয়তো জানেন না!
মিষ্টি তৈরি হয় দুগ্ধজাত পদার্থ থেকে। এটি একপ্রকার প্রোটিনের উৎস। আবার মাংসও প্রোটিনের উৎস। ফলে একইসঙ্গে আপনার শরীরে অনেকটা প্রোটিন যেতে পারে। যার জেরে হজমের সমস্যা হতে পারে। গ্যাস, পেট ফেঁপে থাকা, বদহজমের সমস্যা হতে পারে।
আরও পড়ুন- বাস্তু মেনে আয়না ঝোলালে সংসারে আসবে লক্ষ্মীশ্রী; ঘরের কোন দিকে তা রাখা উচিত?
মিষ্টি ও মাংস একসঙ্গে খেলে শরীরে হজমের ভারসাম্য নষ্ট হতে পারে। তার উপর বিয়ে বাড়ির খাবার মানেই একটু রাতের দিকে। তাতে তো সমস্যা আরও বাড়তে পারে।