বাস্তু মেনে আয়না ঝোলালে সংসারে আসবে লক্ষ্মীশ্রী; ঘরের কোন দিকে তা রাখা উচিত? শুনে নিন বিশেষজ্ঞের কাছ থেকে

Last Updated:
Mirror Vastu Tips: আয়না শুধুমাত্র সৌন্দর্যের বর্ধনকারী সামগ্রীই নয়। এটি মানসিক চাপ কমাতেও দারুণ কার্যকর। যেটা হয়তো অনেকেই জানেন না। আবার জ্যোতিষশাস্ত্রেও আয়নার আলাদা তাৎপর্য রয়েছে।
1/8
আয়না দেবী মহালক্ষ্মীর গুণ সংসারে প্রতিফলিত করে। আর তাই মন্দির কিংবা বাড়ির অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের হাতে উপহার হিসেবে আয়না তুলে দেওয়া হয়। তবে ঘরে কোন দিকে আয়না ঝোলানো হচ্ছে, কিংবা কীভাবে তার যত্ন নেওয়া হচ্ছে, সেই বিষয়গুলির উপর নির্ভর করে সংসারের ভাল-মন্দ। তাই বাস্তুশাস্ত্র অনুযায়ী আয়না কোথায় কীভাবে রাখা উচিত সেটাই দেখে নেওয়া যাক। আয়না শুধুমাত্র সৌন্দর্যের বর্ধনকারী সামগ্রীই নয়। এটি মানসিক চাপ কমাতেও দারুণ কার্যকর। যেটা হয়তো অনেকেই জানেন না। Model- Angel Gurung
আয়না দেবী মহালক্ষ্মীর গুণ সংসারে প্রতিফলিত করে। আর তাই মন্দির কিংবা বাড়ির অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের হাতে উপহার হিসেবে আয়না তুলে দেওয়া হয়। তবে ঘরে কোন দিকে আয়না ঝোলানো হচ্ছে, কিংবা কীভাবে তার যত্ন নেওয়া হচ্ছে, সেই বিষয়গুলির উপর নির্ভর করে সংসারের ভাল-মন্দ। তাই বাস্তুশাস্ত্র অনুযায়ী আয়না কোথায় কীভাবে রাখা উচিত সেটাই দেখে নেওয়া যাক। আয়না শুধুমাত্র সৌন্দর্যের বর্ধনকারী সামগ্রীই নয়। এটি মানসিক চাপ কমাতেও দারুণ কার্যকর। যেটা হয়তো অনেকেই জানেন না। Model- Angel Gurung
advertisement
2/8
আবার জ্যোতিষশাস্ত্রেও আয়নার আলাদা তাৎপর্য রয়েছে। এর সঙ্গে শুক্র এবং মহালক্ষ্মীর যোগ রয়েছে। বাজারে আজকাল বিভিন্ন রকম আয়না মেলে। তবে কোন আয়নাগুলি বাড়ি তথা সংসারের জন্য ভাল, সেটাই আজকের প্রতিবেদনে আলোচনা করা হল। বাড়ির জন্য আয়না কেনার সময় দিনের বেলায় ঝলমলে সূর্যের আলো থাকাকালীনই তা কেনা উচিত। সূর্যাস্তের পর কখনওই আয়না কেনা উচিত নয়। হালকা রঙের ফ্রেমবিশিষ্ট আয়নাই সব সময় কেনা উচিত। চন্দন, সাদা, গাঢ় লাল এবং গাঢ় সবুজ রঙের ফ্রেম হলে সবথেকে ভাল হয়। তবে আয়না বাড়িতে লাগানোর পরে তার নিয়মিত যত্ন নেওয়া আবশ্যক।
আবার জ্যোতিষশাস্ত্রেও আয়নার আলাদা তাৎপর্য রয়েছে। এর সঙ্গে শুক্র এবং মহালক্ষ্মীর যোগ রয়েছে। বাজারে আজকাল বিভিন্ন রকম আয়না মেলে। তবে কোন আয়নাগুলি বাড়ি তথা সংসারের জন্য ভাল, সেটাই আজকের প্রতিবেদনে আলোচনা করা হল। বাড়ির জন্য আয়না কেনার সময় দিনের বেলায় ঝলমলে সূর্যের আলো থাকাকালীনই তা কেনা উচিত। সূর্যাস্তের পর কখনওই আয়না কেনা উচিত নয়। হালকা রঙের ফ্রেমবিশিষ্ট আয়নাই সব সময় কেনা উচিত। চন্দন, সাদা, গাঢ় লাল এবং গাঢ় সবুজ রঙের ফ্রেম হলে সবথেকে ভাল হয়। তবে আয়না বাড়িতে লাগানোর পরে তার নিয়মিত যত্ন নেওয়া আবশ্যক।
advertisement
3/8
এর জন্য নিয়মিত আয়নার কাচ পরিষ্কার এবং রক্ষণাবেক্ষণ করতে হবে। অযত্নে ফেলে রাখা একেবারেই চলবে না। এটাও মাথায় রাখা উচিত যে, আয়নার কাচ ভেঙে যাওয়া একেবারেই ভাল নয়। খারাপ কিছু ঘটার ইঙ্গিত হিসেবেও বিষয়টাকে দেখা হয়। আবার বাস্তুশাস্ত্র অনুযায়ী, ঘরে আয়না সঠিক জায়গায় রাখা উচিত। এমনকী সঠিক অভিমুখে রাখা আবশ্যক। কারণ আয়না বাড়িতে ইতিবাচক শক্তি বৃদ্ধি করে এবং ইতিবাচক শক্তিকে ঘরে আনে। ঘরে যাতে নেতিবাচকতা না বাড়তে পারে, তার জন্য সেটিকে সঠিক জায়গায় রাখতে হবে। এই বিষয়ে কথা বলছেন বাস্তু বিশেষজ্ঞ ড. মধু কোডিয়া।
এর জন্য নিয়মিত আয়নার কাচ পরিষ্কার এবং রক্ষণাবেক্ষণ করতে হবে। অযত্নে ফেলে রাখা একেবারেই চলবে না। এটাও মাথায় রাখা উচিত যে, আয়নার কাচ ভেঙে যাওয়া একেবারেই ভাল নয়। খারাপ কিছু ঘটার ইঙ্গিত হিসেবেও বিষয়টাকে দেখা হয়। আবার বাস্তুশাস্ত্র অনুযায়ী, ঘরে আয়না সঠিক জায়গায় রাখা উচিত। এমনকী সঠিক অভিমুখে রাখা আবশ্যক। কারণ আয়না বাড়িতে ইতিবাচক শক্তি বৃদ্ধি করে এবং ইতিবাচক শক্তিকে ঘরে আনে। ঘরে যাতে নেতিবাচকতা না বাড়তে পারে, তার জন্য সেটিকে সঠিক জায়গায় রাখতে হবে। এই বিষয়ে কথা বলছেন বাস্তু বিশেষজ্ঞ ড. মধু কোডিয়া।
advertisement
4/8
আয়না ঘরের কোন দিকে রাখা উচিত? ড. মধুর কথায়, ঘরের উত্তর বা পূর্ব দেওয়ালে যে কোনও ধরনের কাচ বা কাচের শোপিস বসানো যেতে পারে। এই দিশায় আয়না রাখলে সংসারে আর্থিক উন্নতি হয়। তবে দক্ষিণ অথবা পশ্চিম দেওয়ালে আয়না লাগানো উচিত নয়। বাস্তু মতে, আয়নার দিক অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন - দুটি আয়না একে অপরের মুখোমুখি রাখা চলবে না। কারণ তা নেতিবাচক শক্তি উৎপন্ন করে। সেই সঙ্গে আয়নাটি মেঝে থেকে প্রায় ৪ থেকে ৫ ফুট উচ্চতায় রাখা উচিত।
আয়না ঘরের কোন দিকে রাখা উচিত? ড. মধুর কথায়, ঘরের উত্তর বা পূর্ব দেওয়ালে যে কোনও ধরনের কাচ বা কাচের শোপিস বসানো যেতে পারে। এই দিশায় আয়না রাখলে সংসারে আর্থিক উন্নতি হয়। তবে দক্ষিণ অথবা পশ্চিম দেওয়ালে আয়না লাগানো উচিত নয়। বাস্তু মতে, আয়নার দিক অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন - দুটি আয়না একে অপরের মুখোমুখি রাখা চলবে না। কারণ তা নেতিবাচক শক্তি উৎপন্ন করে। সেই সঙ্গে আয়নাটি মেঝে থেকে প্রায় ৪ থেকে ৫ ফুট উচ্চতায় রাখা উচিত।
advertisement
5/8
আয়না কোথায় রাখা উচিত? বাড়িতে সৌভাগ্যের আগমনের জন্য কিছু বিশেষ জায়গায় আয়না রাখা যেতে পারে। উদাহরণস্বরূপ, ড্রেসিং রুম এবং টয়লেট ছাড়াও ডাইনিং টেবিলের সামনে তার আশপাশে একটি আয়না রাখা যেতে পারে। এতে পরিবারের সদস্যদের মধ্যে প্রেম এবং স্নেহ বাড়বে। তবে রান্নাঘরের ভিতরে আয়না না রাখাই ভাল। আবার শোওয়ার ঘর বা বেডরুমে আয়না রাখা উচিত নয়। আর রাখতে হলেও আয়নায় বিছানার প্রতিফলন দেখা যায়, এমন জায়গায় তা না রাখাই শ্রেয়।
আয়না কোথায় রাখা উচিত? বাড়িতে সৌভাগ্যের আগমনের জন্য কিছু বিশেষ জায়গায় আয়না রাখা যেতে পারে। উদাহরণস্বরূপ, ড্রেসিং রুম এবং টয়লেট ছাড়াও ডাইনিং টেবিলের সামনে তার আশপাশে একটি আয়না রাখা যেতে পারে। এতে পরিবারের সদস্যদের মধ্যে প্রেম এবং স্নেহ বাড়বে। তবে রান্নাঘরের ভিতরে আয়না না রাখাই ভাল। আবার শোওয়ার ঘর বা বেডরুমে আয়না রাখা উচিত নয়। আর রাখতে হলেও আয়নায় বিছানার প্রতিফলন দেখা যায়, এমন জায়গায় তা না রাখাই শ্রেয়।
advertisement
6/8
কীরকম আকৃতির আয়না ভাল? ড. মধু জানান, বর্গাকার এবং আয়তাকার আয়নাগুলিই সর্বদা পছন্দ করা হয়। কারণ সেই ধরনের আয়না সমান ভাবে শক্তি ছড়িয়ে দিতে পারে। ওভাল এবং গোলাকার আয়না ঘরের জন্য ভাল নয়। সেগুলি এড়িয়ে চলা উচিত। আর্থিক লাভের জন্য ঘরের কোন জায়গায় আয়না রাখা ভাল। ড. মধুর জবাব, অর্থের অপচয় এবং অতিরিক্ত ব্যয় এড়াতে চাইলে লকারে একটি আয়না রাখতে পারেন। এতে সম্পদ বৃদ্ধি পাবে এবং ঋণের মতো পরিস্থিতি তৈরি হবে না। শুধু তা-ই নয়, আয়না এমন স্থানে রাখতে হবে, সেখানে যেন কোনও বিকৃত ছবির প্রতিফলন না দেখা যায়।
কীরকম আকৃতির আয়না ভাল? ড. মধু জানান, বর্গাকার এবং আয়তাকার আয়নাগুলিই সর্বদা পছন্দ করা হয়। কারণ সেই ধরনের আয়না সমান ভাবে শক্তি ছড়িয়ে দিতে পারে। ওভাল এবং গোলাকার আয়না ঘরের জন্য ভাল নয়। সেগুলি এড়িয়ে চলা উচিত। আর্থিক লাভের জন্য ঘরের কোন জায়গায় আয়না রাখা ভাল। ড. মধুর জবাব, অর্থের অপচয় এবং অতিরিক্ত ব্যয় এড়াতে চাইলে লকারে একটি আয়না রাখতে পারেন। এতে সম্পদ বৃদ্ধি পাবে এবং ঋণের মতো পরিস্থিতি তৈরি হবে না। শুধু তা-ই নয়, আয়না এমন স্থানে রাখতে হবে, সেখানে যেন কোনও বিকৃত ছবির প্রতিফলন না দেখা যায়।
advertisement
7/8
বাস্তু অনুযায়ী, আয়নার ক্ষেত্রে প্রতিফলনও গুরুত্বপূর্ণ। যদি ঘরের জানালার বাইরের দৃশ্য সুন্দর হয়, তাহলে সেই জানালার সামনে আয়না রাখা উচিত। এতে ইতিবাচক শক্তিকে আকর্ষিত হয় এবং ঘর থেকে নেতিবাচক শক্তিও দূর হয়।ঘরের কোনও কিছুকে নেতিবাচক বলে মনে হলে তার সামনে আয়না রাখলে নেতিবাচকতা দূর হয়। তবে বাড়ির প্রধান দরজার সামনে কোনও আয়না কিংবা কাচের জিনিসপত্র বা চকচকে জিনিস রাখা উচিত নয়।
বাস্তু অনুযায়ী, আয়নার ক্ষেত্রে প্রতিফলনও গুরুত্বপূর্ণ। যদি ঘরের জানালার বাইরের দৃশ্য সুন্দর হয়, তাহলে সেই জানালার সামনে আয়না রাখা উচিত। এতে ইতিবাচক শক্তিকে আকর্ষিত হয় এবং ঘর থেকে নেতিবাচক শক্তিও দূর হয়।ঘরের কোনও কিছুকে নেতিবাচক বলে মনে হলে তার সামনে আয়না রাখলে নেতিবাচকতা দূর হয়। তবে বাড়ির প্রধান দরজার সামনে কোনও আয়না কিংবা কাচের জিনিসপত্র বা চকচকে জিনিস রাখা উচিত নয়।
advertisement
8/8
অনেকেই বাড়ির বাইরে আয়না ঝোলান। কিন্তু বিশেষজ্ঞদের মতে, সেটা বাস্তুমতে একেবারেই ভুল। এর জেরে অর্থনৈতিক সংকট দেখা দিতে পারে। তাই তা এড়িয়ে চলাই বাড়ির জন্য মঙ্গল। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
অনেকেই বাড়ির বাইরে আয়না ঝোলান। কিন্তু বিশেষজ্ঞদের মতে, সেটা বাস্তুমতে একেবারেই ভুল। এর জেরে অর্থনৈতিক সংকট দেখা দিতে পারে। তাই তা এড়িয়ে চলাই বাড়ির জন্য মঙ্গল। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
advertisement
advertisement
advertisement