আরও পড়ুন: অ্যালুমিনিয়াম ফয়েলের কোন দিকে খাবার রাখা উচিত ?
কেএফসি থেকে ম্যাক ডোনাল্ডস, আমাদের প্রিয় ফুড ডেস্টিনেশনগুলোর খাবারের স্বাদ আমাদের যতটা মুখস্থ ততটা কিন্তু এদের লোগোর দিকে খেয়াল করে দেখি না আমরা। কিন্তু একটু লক্ষ্য করলেই বোঝা যাবে প্রত্যেকের নাম আর লোগোতে একটা বিষয়ে কিন্তু দারুণ মিল আছে। কী সেটা?
advertisement
প্রত্যেকের নাম আর লোগোতে লাল-হলুদ রঙের ছড়াছড়ি। কিন্তু পৃথিবীতে এত রঙ থাকতে ওই দু’টো রঙের প্রতি এত প্রেম কেন? জানতে ইচ্ছে করছে নিশ্চয়ই। আসলে এই রঙের পিছনে রয়েছে একটা বিজ্ঞান সম্মত কারণ। এর সঙ্গে জড়িয়ে রয়েছে আমাদের মনস্তত্ব।
আরও পড়ুন: সাদা ডিম নাকি লালচে ডিম খাওয়া ভাল?
লাল রং:
লাল রং আমাদের মধ্যে খাবারের প্রতি প্রেম, খাওয়ার ইচ্ছে, আগ্রহ সবটাই বাড়িয়ে তোলে। এক কথায় বলতে গেলে লাল রঙে আমাদের খিদে বাড়ে। আর এই কারণেই ফুড জাংশনগুলো লাল রঙের প্রতি আকৃষ্ট হয়।
হলুদ রং:
হলুদ রং বন্ধুত্বের প্রতীক। খুশি আর আনন্দের প্রকাশ থাকে উজ্জ্বল হলুদ রঙের মধ্যে। সেই কারণে হলুদ রং ব্যবহার করা হয় রেস্তোরাঁর নাম আর লোগোতে।