এবার পুজোয় পূর্ব মেদিনীপুরের উপকূলীয় এলাকার তরুণীদের মধ্যে বেশি চাহিদা প্রোটিন ট্রিটমেন্টের। কাঁথির এক বিউটিশিয়ান পল্লবী রানা দাসের মতে সারা বছর রোদ, ধুলোবালি আর বৃষ্টিতে অনেকের চুল একেবারেই জীর্ণ হয়ে গেছে। তাই পুজোর আগে চুলকে ঝলমলে করে তুলতে প্রোটিন ট্রিটমেন্ট বেছে নিচ্ছেন বহু তরুণী। তাঁর কথায়, ‘প্রোটিন ট্রিটমেন্ট চুলকে মজবুত ও উজ্জ্বল করে তোলে। একবার করলে অন্তত কয়েক মাস এর প্রভাব থাকে।’
advertisement
তবে শুধু প্রোটিন ট্রিটমেন্টই নয়, জনপ্রিয়তা পাচ্ছে লং লেয়ারস হেয়ার কাটও। যাঁদের লম্বা চুল রয়েছে, তাঁরা এই স্টাইলে নতুনত্ব আনছেন। লম্বা চুলে লেয়ারস বসালে সেটি আরও স্টাইলিশ লাগে এবং মুখের আকারও সুন্দরভাবে ফুটে ওঠে। অন্যদিকে যারা ছোট চুল পছন্দ করেন, তাঁদের কাছে এবার পুজোর হিট ট্রেন্ড পিক্সি হেয়ার কাট। এতে চুল একেবারেই ছোট হয়ে যায়, ফলে পুরো লুক হয় স্মার্ট ও ক্যাজুয়াল। অনেক তরুণীই বলছেন, গরমে ছোট চুলের ঝামেলা কম থাকে, আবার পিক্সি কাটে ব্যক্তিত্ব আরও আধুনিক দেখায়। তবে পুজোর আগে চুলকে ঝলমলে করে তুলতে প্রোটিন ট্রিটমেন্টই বেছে নিচ্ছেন বহু তরুণী।
শুধু হেয়ার কাট নয়, নেইল আর্ট, স্কিন কেয়ার ও ট্যাটু নিয়েও ব্যস্ত সৌন্দর্যসচেতন তরুণীরা। উপকূলীয় অঞ্চলের বহু পার্লারে পুজোর আগে ভিড় বাড়ছে। বিশেষ করে কলেজ পড়ুয়া মেয়েরা ফ্যাশন সচেতনতার নতুন ধারা তৈরি করছেন। কাঁথির মেয়ে পল্লবী রানা দাস ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন বড় বিউটিশিয়ান হওয়ার। কলেজে পড়ার পাশাপাশি তিনি কলকাতার একটি নামী প্রতিষ্ঠানে কোর্স সম্পূর্ণ করে বিভিন্ন কোম্পানিতে কাজের অভিজ্ঞতা অর্জন করেন। বর্তমানে তিনি উপকূলীয় এলাকায় তরুণীদের মধ্যে বিশেষভাবে জনপ্রিয়। তাঁর হাত ধরে শুধু হেয়ার স্টাইল নয়, নেইল আর্ট ও ট্যাটুর ক্ষেত্রেও নতুন ট্রেন্ড তৈরি হয়েছে।