TRENDING:

রোগের প্রকোপ থেকে বাঁচতে জেনে নিন কোনদিন কী খাওয়া উচিত নয়

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ভুলভাল খাবার খাওয়ার জন্য অসুস্থ হয়ে পড়া তো রোজকার সমস্যা ৷ দৈনন্দিন জীবনের সঙ্গে তাল মেলাতে গিয়ে আমরা প্রায় আকছারই বাইরের খাবার খেয়ে ফেলি ৷ আর তাতেই বাড়ছে সমস্যা ৷ এর জেরে প্রায়শই পেটের সমস্যায় পড়ছি আমরা ৷ তবে এ সমস্যা কাটানো যায় প্রাচীন শাস্ত্র মেনে খাবার খেলেই ৷ আর এতেই খুব সহজে বিভিন্ন রোগের প্রকোপ থেকে রক্ষা পেতে পারেন আপনিও ৷
advertisement

শাস্ত্রীয় মতে ভোজনের নির্দিষ্ট কিছু প্রথা আছে যেমন হাত, পা ও মুখ ধুয়ে পরিষ্কার জায়গায় বসে প্রসন্ন চিত্তে আহার গ্রহণ করতে হয়। সব সময় পূর্ব ও পশ্চিম দিকে মুখ করে খেতে বসতে হয়। আর সামনে পুত্র থাকলে উত্তরমুখী ও পিতা থাকলে দক্ষিণমুখী ভোজন করা উচিত নয়।

এছাড়া বিভিন্ন তিথি অনুযায়ী বিভিন্ন খাদ্যদ্রব্য গ্রহণে নিষেধ আছে।

advertisement

১) প্রতিপদ তিথিতে চালকুমড়ো খেতে নেই। অন্যথায় অর্থহানি হয়।

২) তৃতীয়াতে পটল খেলে শত্রু বৃদ্ধি হয়।

৩) চতুর্থীতে মূলো খেলে ধননাশ হয়।

৪) পঞ্চমীতে বেল খেলে কলঙ্ক হয়।

৫) ষষ্ঠীতে নিমপাতা খেলে সন্তান ভাগ্য খারাপ হয়।

৬) সপ্তমীতে তাল খেলে স্বাস্থ্যহানি ঘটে।

advertisement

৭) অষ্টমীতে নারকেল খেলে মূর্খতা প্রাপ্তি হয়।

৮) দশমীতে কলমিশাক খেলে গোহত্যা সমতূল্য পাপ হয়।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

৯) একাদশীতে শিম খেলে পাপ জন্মায়।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
রোগের প্রকোপ থেকে বাঁচতে জেনে নিন কোনদিন কী খাওয়া উচিত নয়