TRENDING:

West Bardhaman News: দুর্গাপুরে আশ্চর্য চমক, পুরনো টিলার তলায় লুকোনো ছিল বহু প্রাচীন ঐতিহাসিক সৌধ

Last Updated:

ভরতপুরের এই বৌদ্ধ স্তুপটি পর্যটন কেন্দ্র হওয়ার স্বপ্ন দেখেন গ্রামবাসী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুর্গাপুর,দীপিকা সরকার: গ্রামে রাস্তা তৈরি করতে বিশাল ঢিপ কেটে মাটি আনতে গিয়ে আশ্চর্য চমক! বেরিয়ে এল বহু যুগের প্রাচীন ইতিহাস। যেখানে এলাকার শিশুরা বিকেলে খেলাধুলা করত, স্থানীয়রা যাকে ছোট টিলা বলে ভাবত, তার নীচেই যে লুকিয়ে ছিল এত বড় ইতিহাস, তা কে-ই বা জানত। জানলে অবাক হবেন, কয়েকশো বছর আগে নির্মিত আকর্ষণীয় একটি বৌদ্ধস্তূপ উদ্ধার হয় ওই বিশাল মাটির ঢিপ কেটে।
advertisement

গ্রামে রাস্তা তৈরি করতে মাটি আনতে গিয়ে প্রথম এলাকার মানুষ ওই স্তূপের সন্ধান পান৷ প্রায় ৫০ বছর আগে মাটি খনন করতেই ওই বৌদ্ধস্তূপের দেখা মেলে। সেখান থেকে উদ্ধার হয়েছিল বৌদ্ধমূর্তিও। পূর্ব বর্ধমান জেলার দুর্গাপুর মহকুমার বুদবুদ থানার অধীনে ভরতপুর গ্রামে খোঁজ মেলে ওই বৌদ্ধস্তূপের। এর পরে ১৯৭১-৭২ সালে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ ও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এই এলাকায় খননকার্য শুরু হয়। সেই সময় খননকার্যে একটি বৌদ্ধ বিহারের অস্তিত্বের প্রাথমিক প্রমাণ মেলে।

advertisement

সেই সময় প্রত্নতাত্ত্ববিদরা প্রাথমিক পর্যায়ে দাবি করেন, ওই বৌদ্ধস্তূপে ‘নবম-দশম শতকের একাধিক স্থাপত্যের নিদর্শন মিলেছে। তার মধ্যে রয়েছে একটি ঘর বা কক্ষ। ওই কক্ষের বাইরে একটি প্রাচীরের নিদর্শনও পাওয়া গিয়েছে।” পুরাতত্ত্ববিদদের মতে, এটি হয়তো  উপাসনাস্থল এবং বিদ্যাচর্চা কেন্দ্র ছিল। প্রত্নতত্ত্ববিদের মতে, এমন বিহারে উপাসনা, পুজো-অর্চনা এবং অধ্যয়ন-অধ্যাপনা করা হত। কেন্দ্রীয় সরকারের উদ্যোগে ফের সেখানে খনন কার্য শুরু হয় ২০২৩ সালে।

advertisement

বৌদ্ধস্তূপ সংলগ্ন জমি খনন করতেই কয়েকটি ঘরের ইটের দেওয়ালের হদিশ পাওয়া যায়। মূল স্তুপের মাটির নীচে ইটের গাঁথনি বেরিয়ে আসে। অনুমান করা হয়, এটি দামোদরের বিধ্বংসী বন্যায় বিনষ্ট কোনও প্রাগৈতিহাসিক সৌধের অংশ। ইট দিয়ে এটি পরে নির্মাণ করা হয়। এটি উড়িষ্যার রত্নগিরি স্তূপের অনুরূপে তৈরি। মাটির তলা থেকে বেরিয়ে আসে ইটের গাঁথনি, কালো ও লাল রঙা মাটির পাত্র, স্থাপত্যের একাধিক নিদর্শন। পশ্চিমবঙ্গের ইতিহাস সমৃদ্ধ পর্যটন তালিকায় যুক্ত হতে পারে আরও একটি নাম। অন্তত তেমনটাই আশা করেন ভরতপুর গ্রামের বাসীন্দারা।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের পাওয়ার লিফটিং খেলায় বাংলার গুরুত্বপূর্ণ অবদান! সাফল্যের পথ দেখাচ্ছে অভাবী পরিবার
আরও দেখুন

পানাগড় রেলস্টেশনের দক্ষিণ দিকে চার মাইল দূরে দামোদর নদের তীরে অবস্থিত এই ভরতপুর গ্রাম। এই গ্রামেই রয়েছে বৌদ্ধস্তূপটি। গ্রামবাসীদের দাবি, এতদিন ধরে অবহেলায় পড়েছিল বৌদ্ধস্তূপটি। নতুন করে ফের খনন কার্য চলায় আরও কিছু ঐতিহাসিক তথ্য সামনে এসেছে। বৌদ্ধস্তূপটি দেখতে বহু মানুষ আসেন সারা বছর ধরেই। বৌদ্ধস্তূপটি পাঁচিল ও লোহার ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে  এবং সর্বক্ষণ সংশ্লিষ্ট দফতরের কর্মীরা প্রহরায় থাকেন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
West Bardhaman News: দুর্গাপুরে আশ্চর্য চমক, পুরনো টিলার তলায় লুকোনো ছিল বহু প্রাচীন ঐতিহাসিক সৌধ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল