TRENDING:

Weight Loss Laddu: এই নাড়ু খেলেই কমবে ওজন! বাড়িতেই বানিয়ে ফেলুন, খুব সহজে

Last Updated:

এমন নাড়ুও আছে যা খেলে ওজন বাড়বে না, বরং কমবে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঙালির উৎসব অনুষ্ঠান জুড়ে থাকে একটি মিষ্টি নাড়ু৷ তবে নাড়ু খেতে মন চাইলেও, মিষ্টি খেয়ে ওজন বাড়ে যাওয়ার ভয়ে অনেকেই খেতে পারেন না৷ তবে জানেন কি এমন নাড়ুও আছে যা খেলে ওজন বাড়বে না, বরং কমবে৷ শুনতে অবাক লাগলেও এই নাড়ুর বিশেষ গুণের কথা স্বীকার করে নিয়েছেন চিকিৎসকরাও৷
এই নাড়ু খেলেই কমবে ওজন! বাড়িতেই বানিয়ে ফেলুন, খুব সহজে
এই নাড়ু খেলেই কমবে ওজন! বাড়িতেই বানিয়ে ফেলুন, খুব সহজে
advertisement

কমছে তাপমাত্রার পারদ৷ আবার চলছে উৎসবের মরশুম৷ শীতে ওজন কমাতে চাইলে বেছে নিতে পারেন এই বিশেষ নাড়ু৷ তবে এটি সাধারণ নাড়ুর চেয়ে একটু আলাদা৷ এটি হল বাজরার নাড়ু৷ রিমস হাসপাতালের জেনারেল ফিজিশিয়ান জে কে মিত্র জানালেন কেন বাজরার নাড়ু ওজন কমাতে সক্ষম৷

আরও পড়ুন: ডায়াবেটিস থেকে কোলেস্টরল, একাধিক রোগ থাকবে দূরে এই ছোট্ট ফুলের ফুলের পাতার গুণে

advertisement

ডা: মিত্রর মতে, বাজরাতে উচ্চমাত্রার ফাইবার থাকে। এই ফাইবারের কারণে পেট অনেকক্ষণ ভরতি অনুভব হয়৷ ফলে, একটা বাজরার নাড়ু খেলেই অনেকক্ষণ খিদে পাওয়ার সম্বাবনা নেই৷ তাই ওজন কমাতে বেছে নিন বাজরার নাড়ু৷

এছাড়াও এতে ভিটামিন এবং ম্যাগনেসিয়ামের মতো খনিজ উপাদান পাওয়া যায় যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কীভাবে বানাবেন বাজরার নাড়ু? জেনে নিন রেসিপি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বাজরার নাড়ু বানানো খুবই সহজ। প্রথমে বাজরা ভাল করে পিষে নিতে হবে। পিষে নেওয়ার পর দুই চামচ ঘি দিয়ে ভালো করে ভাজতে হবে। হালকা বাদামী হয়ে গেলে তাতে শুকনো ফল, খেজুর, গুড় ও কিছু ঘি দিয়ে ভাল করে মিশিয়ে গোল আকৃতির নাড়ু তৈরি করেন। অত্যন্ত সুস্বাদু এই নাড়ুর মিষ্টি মুখের পাশাপাশি স্বাস্থ্যেরও খেয়াল রাখবে৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Weight Loss Laddu: এই নাড়ু খেলেই কমবে ওজন! বাড়িতেই বানিয়ে ফেলুন, খুব সহজে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল