TRENDING:

Weekend Trip To Jhargram: দার্জিলিংয়ে বড্ড ভিড়? পাহাড়-নদী-সবুজের সমারোহে মোড়া কানাইসর পাহাড় থেকে ঘুরে আসুন

Last Updated:

Weekend Trip To Jhargram: পড়ন্ত বিকেলে ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে সূর্য উকি মারছে পশ্চিম আকাশে। সেই সময়ে শাল মহুয়ার জঙ্গলের মাঝখান দিয়ে আঁকাবাঁকা পথ দিয়ে যাওয়ার পথে অভাবনীয় একাধিক প্রাকৃতিক দৃশ্যের সাক্ষী হবেন কানাইসর পাহাড় ভ্রমণ করলে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝাড়গ্রাম: পাহাড় চূড়ায় সবুজে ভরা বৃষ্টিস্নাত দিনে ভ্রমণ করতে ইচ্ছে করছে, জঙ্গলমহল এই সময়কার সেরা জায়গা। পরপর পাহাড়। মনে হবে আপনি যেন উত্তরের কোনও রাজ্যে এসে পৌঁছেছেন। জঙ্গলমহলের এই রূপ দেখে মুগ্ধ হবেন আপনিও, ঘন জঙ্গলের মাঝে ছোট ছোট গ্রামের ছবি আর পাহাড় চূড়ায় সবুজে মোড়া বেলপাহাড়ি-ঝাড়গ্রামকে দেখতে পাবেন। লাল মাটির দেশে ধামসা মাদলের ছন্দ ভুলিয়ে দেবে আপনার সব ক্লান্তি।
advertisement

বর্ষায় কাছে পিঠে কোথাও বেড়াতে যেতে চাইছেন? বর্ষা বাদলের দিনে পাহাড় – জঙ্গল ঘোর প্রকৃতির হরিয়ালি অপরূপ সৌন্দর্য ঘুরে দেখার অপরূপ ঠিকানা বেলপাহাড়ি এবং ঝাড়খণ্ডের সীমানাবর্তী কানাইসর পাহাড়। আষাঢ় মাসের তৃতীয় শনিবার এখানে পুজো হয় এই কানাইসর পাহাড়ে। এই সময় তিনদিন ধরে মেলা বসে এখানে। প্রথম দিন সকলের প্রবেশের অধিকার থাকলেও দ্বিতীয়দিন আদিবাসী ছাড়া কেউ প্রবেশ করতে পারেন না এই পাহাড়পুজোর মেলায়। আদিবাসী সংস্কৃতিকে কাছ থেকে দেখার সুযোগ মেলে এখানে এলে।

advertisement

আরও পড়ুন: হাঁস, মুরগির ডিম, মাংসের পিছনে আর কাঁড়ি কাঁড়ি টাকা খরচ নয়! দাম কমাতে এবার বড় পদক্ষেপ প্রশাসনের

হাওড়া থেকে ট্রেন ধরে ঝাড়গ্রাম অথবা চাকুলিয়া স্টেশনে নামতে হবে। চাকুলিয়া স্টেশনের বাইরেই থাকে অটো। সেই অটোতে করে চলে আসতে হবে কানাইসর পাহাড়ের কাছে। সেখান থেকে ধাপে ধাপে চড়াই। কানাইসর পাহাড়ের একেবারে একেবারে মাথায় রয়েছে ‘কানাঈশ্বর’ বাবার মন্দির। সেখানেই হয় আসল পুজো। যদিও নাম নিয়ে একাধিক সংশয় ও নানা মতভেদ রয়েছে।

advertisement

আরও পড়ুন: ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত…প্যাচপ্যাচে গরমকে বুড়ো আঙুল দেখিয়ে ‘রোম্যান্টিক’ দুই হাতি

পড়ন্ত বিকেলে ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে সূর্য উকি মারছে পশ্চিম আকাশে। সেই সময়ে শাল মহুয়ার জঙ্গলের মাঝখান দিয়ে আঁকাবাঁকা পথ দিয়ে যাওয়ার পথে অভাবনীয় একাধিক প্রাকৃতিক দৃশ্যের সাক্ষী। সব মিলিয়ে, এই বর্ষায় বেলপাহাড়ি দু’হাত বাড়িয়ে ডাকছে আপনাকে। লাল মাটির দেশে আদিবাসীদের সঙ্গে কাটিয়ে যেতে পারেন কয়েকটা দিন। সপ্তাহান্তের ছুটি কাটানোর সেরা ঠিকানা বাংলা ঝাড়খন্ড সীমান্তবর্তী কানাইশ্বর পাহাড় তা আর বলার অপেক্ষা রাখে না।

advertisement

তন্ময় নন্দী

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Weekend Trip To Jhargram: দার্জিলিংয়ে বড্ড ভিড়? পাহাড়-নদী-সবুজের সমারোহে মোড়া কানাইসর পাহাড় থেকে ঘুরে আসুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল