বর্ষায় কাছে পিঠে কোথাও বেড়াতে যেতে চাইছেন? বর্ষা বাদলের দিনে পাহাড় – জঙ্গল ঘোর প্রকৃতির হরিয়ালি অপরূপ সৌন্দর্য ঘুরে দেখার অপরূপ ঠিকানা বেলপাহাড়ি এবং ঝাড়খণ্ডের সীমানাবর্তী কানাইসর পাহাড়। আষাঢ় মাসের তৃতীয় শনিবার এখানে পুজো হয় এই কানাইসর পাহাড়ে। এই সময় তিনদিন ধরে মেলা বসে এখানে। প্রথম দিন সকলের প্রবেশের অধিকার থাকলেও দ্বিতীয়দিন আদিবাসী ছাড়া কেউ প্রবেশ করতে পারেন না এই পাহাড়পুজোর মেলায়। আদিবাসী সংস্কৃতিকে কাছ থেকে দেখার সুযোগ মেলে এখানে এলে।
advertisement
আরও পড়ুন: হাঁস, মুরগির ডিম, মাংসের পিছনে আর কাঁড়ি কাঁড়ি টাকা খরচ নয়! দাম কমাতে এবার বড় পদক্ষেপ প্রশাসনের
হাওড়া থেকে ট্রেন ধরে ঝাড়গ্রাম অথবা চাকুলিয়া স্টেশনে নামতে হবে। চাকুলিয়া স্টেশনের বাইরেই থাকে অটো। সেই অটোতে করে চলে আসতে হবে কানাইসর পাহাড়ের কাছে। সেখান থেকে ধাপে ধাপে চড়াই। কানাইসর পাহাড়ের একেবারে একেবারে মাথায় রয়েছে ‘কানাঈশ্বর’ বাবার মন্দির। সেখানেই হয় আসল পুজো। যদিও নাম নিয়ে একাধিক সংশয় ও নানা মতভেদ রয়েছে।
আরও পড়ুন: ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত…প্যাচপ্যাচে গরমকে বুড়ো আঙুল দেখিয়ে ‘রোম্যান্টিক’ দুই হাতি
পড়ন্ত বিকেলে ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে সূর্য উকি মারছে পশ্চিম আকাশে। সেই সময়ে শাল মহুয়ার জঙ্গলের মাঝখান দিয়ে আঁকাবাঁকা পথ দিয়ে যাওয়ার পথে অভাবনীয় একাধিক প্রাকৃতিক দৃশ্যের সাক্ষী। সব মিলিয়ে, এই বর্ষায় বেলপাহাড়ি দু’হাত বাড়িয়ে ডাকছে আপনাকে। লাল মাটির দেশে আদিবাসীদের সঙ্গে কাটিয়ে যেতে পারেন কয়েকটা দিন। সপ্তাহান্তের ছুটি কাটানোর সেরা ঠিকানা বাংলা ঝাড়খন্ড সীমান্তবর্তী কানাইশ্বর পাহাড় তা আর বলার অপেক্ষা রাখে না।
তন্ময় নন্দী