তাই কখনও কোথাও দেখা যায় বিয়ের কনে নিজেই নাচছেন, কোথাও দেখা যায় বরকে সঙ্গী করেই আনন্দে মাতোয়ারা নিজেকে প্রকাশ করছেন নববধূ ৷ বিয়ের শেষে শ্বশুরবাড়ি যাওয়া এখন আর তাঁদের কাছে শুধুই দুঃখের জায়গা নয় ৷ তাই অনেক সময়েই দেখা যায় কনে হাসতে হাসতেই বিদায় নিচ্ছেন তাঁর বাড়ির লোকের কাছ থেকে ৷ কোথাও দেখা যায় নাচতে নাচতে শ্বশুর বাড়ির লোক বরণ করে নিচ্ছেন নব দম্পতিকে ৷ তবে এসবের মধ্যেও মনে দাগ কেটে যায় যদি সেই বিয়ের পরের সেই চেনা ছবি ভেসে আসে ৷ এখন ভার্চুয়াল মিডিয়ামে সকলেই নিজেদের আনন্দ -দুঃখের মুহূর্তের ছবিগুলি শেয়ার করে নিতে ভালোবাসেন ৷ সেখানেই এক আবেগঘন Tiktok ভিডিও হয়েছে ভাইরাল ৷ যেখানে এক আবাঙালি কনের ‘বিদাই’-র দৃশ্য দেখা যাচ্ছে ৷ ভিডিওটি রীতিমতো আবেগঘন তাই আধুনিক নেটিজেনরাও নিজেদের শতাব্দী প্রাচীন ছবি দেখে শেয়ার করছেন ৷
advertisement
আরও পড়ুন- নির্ভয়ার রেপের মামলায় আর্জির শুনানি, ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন দোষী অক্ষয় ঠাকুরের
হাম আপকে হ্যায় কৌন ছবি-র ‘বিদাই’-র দৃশ্যে ব্যবহৃত ‘ক্যায়সে ভুল পায়ুঙ্গি ম্যায় বাবা’- এই গানটিই টিকটকে ব্যবহৃত হয়েছে ৷ পুরো সাজগোজ করা অবস্থায় নিজের সাজ পারফেক্ট না রাখার কথা ভেবে কেঁদে ভাসাচ্ছেন মেয়েটি ৷ তাঁকে জড়িয়ে ধরে কাঁদছেন তাঁর পরিবারের লোকজন ৷
মধু সিং নামের Tiktok হ্যান্ডেল থেকে শেয়ার হয়েছে এই ভিডিও ৷ ইতিমধ্যেই দু লক্ষের বেশি মানুষ এই ভিডিও দেখেছেন ৷ সাধারণ মেয়ের চিরাচরিত বিদায়রীতি দৃশ্য মন কেড়েছে নেটিজেনদের ৷
আরও দেখুন