TRENDING:

Walking Mistakes: হাঁটা ভাল, কিন্তু হাঁটলেই হবে না! হাঁটার সময় এই ভুলগুলি করলে মারাত্মক ক্ষতি হতে পারে, জানুন

Last Updated:

Walking Mistakes: হাঁটা শরীরের পক্ষে খুবই উপকারী। এটা আমরা সবাই জানি। কিন্তু আমরা এটা কতটা অনুসরণ করি সেটাই বড় বিষয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: হাঁটা শরীরের পক্ষে খুবই উপকারী। এটা আমরা সবাই জানি। কিন্তু আমরা এটা কতটা অনুসরণ করি সেটাই বড় বিষয়। সময়ের অভাবে আজকাল বেশিরভাগেরই আর হাঁটাহাঁটি হয় না। তবে অনেকেই নিয়ম করে আর কিছু না হোক হাঁটেন। কিন্তু একজন অল্পবয়সি ব্যক্তি ও বৃদ্ধের হাঁটাচলার মধ্যে বিস্তর ফারাক লক্ষ্য করা যায়। যুবক বা কম বয়সি ব্যক্তিদের তুলনায় বয়স্কদের হাঁটাচলার সময় বিশেষ কিছু বিষয় লক্ষ্য রাখা উচিত।
হাঁটার নিয়ম (প্রতীকী ছবি)
হাঁটার নিয়ম (প্রতীকী ছবি)
advertisement

বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন অন্তত আধ ঘণ্টা হাঁটাহাঁটিতেকেবলমাত্র পেশি বা স্নায়ুর উপকার হয় এমনই নয়, বরং হাড়ের জন্যও খুব উপকারী এটি। হার্টের কার্যকারিতা বৃদ্ধি, শরীরের অতিরিক্ত চর্বি গলিয়ে দেওয়া, পেশিশক্তি বাড়ানো, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণইত্যাদি ইতিবাচক দিক রয়েছে হাঁটাহাঁটির। হাঁটলে শরীরে এন্ডরফিনের ক্ষরণ বাড়ে। তাই মানসিক চাপও উধাও হয় এতে।

আরও পড়ুন: হাঁটুর হাড়ে মটমট শব্দ, উঠতে-বসতে ব্যথা? কীভাবে বাঁচবেন, জানুন চিকিৎসকের পরামর্শ

advertisement

তবে হাঁটলেই হবে না, হাঁটার সময় কিছু নিয়ম মানতেই হবে। নইলে শরীরে এর বিরূপ প্রভাব পড়তে পারে। মনে রাখবেন, সকালে হাঁটতে যাওয়ার আগে ভারী খাবার খাবেন না। এতে হাঁটতে কষ্ট হতে পারে। সবচেয়ে ভাল হয় যদি আপনি হাঁটতে যাওয়ার আগে বেশি পরিমাণে জল পান করেন। এতে শরীর হালকা লাগবে এবং আপনার হাঁটতেও কষ্ট হবে না।

advertisement

আরও পড়ুন: রণবীরের ‘অ্যানিমাল পার্ক-এ ববি থাকছেন? ছবির তৃতীয় ভলিউমও ভাবনায়, বড় আপডেট দিলেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা

হাঁটতে বের হলে ছোট একটি ব্যাগে জলের বোতল ও ঘাম মোছার তোয়ালে সঙ্গে রাখুন। রোদ বের হওয়ার বের হেঁটে বাড়ি চলে আসার চেষ্টা করুন। এতে গরমে কষ্ট হবে না। হাঁটতে গিয়ে বার বার হোঁচট খাচ্ছেন? জুতোর জন্য পায়ে লাগছে? হাঁটার জন্য সঠিক জুতো বেছে নেওয়া জরুরি। এমন জুতো বেছে নিন যা পায়ের জন্য আরামদায়ক। হাঁটতে গিয়ে পায়ের পাতায় ব্যথা লাগবে এমন জুতো ভুলেও ব্যবহার করবেন না।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Walking Mistakes: হাঁটা ভাল, কিন্তু হাঁটলেই হবে না! হাঁটার সময় এই ভুলগুলি করলে মারাত্মক ক্ষতি হতে পারে, জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল