আরও পড়ুন- ধূমপান ছেড়ে বাঁচা অসম্ভব? এই ব্যায়ামে ভুল করেও আর মনে আসবে না ধূমপানের ইচ্ছা!
সমীক্ষায় আরও বলা হয়েছে, কারও জন্য নিজেকে পরিবর্তন করা বা কাউকে পরিবর্তন করার চেষ্টা এই যুগের নারীদের কাছে মোটেও গ্রহণযোগ্য নয়। ৬১% ব্যবহারকারী বিশ্বাস করেন অন্যের জন্য নিজেকে বদলানো একেবারেই মূর্খামি। ৫৬% ব্যবহারকারী বলেছেন, তারা নিজেদেরকেই অগ্রাধিকার দেবেন এবং প্রয়োজনে সম্পর্ক থেকে বেরিয়ে আসবেন। অবশিষ্ট ব্যবহারকারীদের ৪৪% জানিয়েছেন যে তারা সুযোগ দেবেন এবং সম্পর্ক ছেড়ে যাওয়ার আগে বিষয়গুলি কার্যকরী করার চেষ্টা করবেন। ৮২% ব্যবহারকারী দৃঢ়ভাবে ঘোষণা করেছেন সম্মতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
advertisement
আরও পড়ুন- রাজনীতিতে বাড়ছে নারীদের অংশগ্রহণ! নির্মলা থেকে কমলা, ক্ষমতার শীর্ষে মহিলারাই
সম্পর্কের ক্ষেত্রে প্রথম পদক্ষেপ শুধুই পুরুষদের মধ্যে সীমাবদ্ধ নয়। ৬৮% ব্যবহারকারী জানিয়েছেন, অনলাইন ডেটিংয়ে নিজেদের অনেকটা নিরাপদ বোধ করেন মেয়েরা এবং এতে সঙ্গী বেছে নেওয়ার বিকল্পও অনেক। যে কারণে আলাপ এগোতে প্রথম উদ্যোগ নিতে ভয় পাননি মেয়েরা। বাকি ৩২% ব্যবহারকারীরা অবশ্য প্রথম পদক্ষেপ করতে চাননি।