TRENDING:

Viral : venomous black widow spider : নিজের মনে জাল বুনছে তীব্র বিষাক্ত ব্ল্যাক উইডো! ভিডিও দেখে শিহরিত নেটদুনিয়া

Last Updated:

Viral : venomous black widow spider : যেমন ভয়ঙ্কর দর্শন, তেমনই তীব্র এর বিষ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আমেরিকার বিষাক্ততম মাকড়সা হল ‘ব্ল্যাক উইডো’ (Black Widow Spider)৷ যেমন ভয়ঙ্কর দর্শন, তেমনই তীব্র এর বিষ৷ ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে যে ভিডিও সেখানে দেখা যাচ্ছে নিজের মনে জাল বুনছে সেটি (Viral video of venomous black widow spider dangling its web)৷ ভিডিওয় স্পষ্ট হয়ে উঠেছে ভয়ঙ্কর প্রাণীটির তীক্ষ্ণ পা এবং পেটের লাল অংশ৷ পেটের এই লাল অংশই চিনিয়ে দেয় বিষধরকে৷
advertisement

ইউটিউবে মাকড়সাটির ভিডিও শেয়ার করেছে ‘ভাইরাল হগ’৷ বর্ণনা থেকে জানা যাচ্ছে, গত ৬ ডিসেম্বর তোলা হয়েছে ভিডিওটি৷ ইতিমধ্যেই ১৪ হাজারের বেশি ভিউজ জমা হয়েছে৷ মাইকেল ম্যাকক্লিন্টিক, যিনি ভিডিওটি রেকর্ড করেছেন, তিনি লিখেছেন ‘‘আবর্জনা পরিষ্কার করার সময় এই বিশাল ব্ল্যাক উইডোটিকে পেলাম৷’’ অষ্টপদীটিকে দেখে নেটিজেনরা শিহরিত৷ এক জন লিখেছেন, জাল না বুনলে তিনি ভাবতেন এটা বোধহয় নকল! প্রকৃতির সৃষ্টির সৌন্দর্যকেও কেউ কেউ উপেক্ষা করে যেতে পারেননি৷ লিখেছেন ‘ভয়ঙ্কর সুন্দর’! অনেকেরই মত, এই ভিডিও দুর্বলচিত্তের হৃদয়ের জন্য নয়৷

advertisement

আরও পড়ুন: সদ্য কেনা সোফাসেট থেকে উদ্ধার ৫ ফুট দৈর্ঘ্যের সাপ! চক্ষু চড়কগাছ ক্রেতার

আরও পড়ুন: ব্রণ থেকে রোদের কালো ছোপ—ত্বকের যে কোনও সমস্যার সমাধান লুকিয়ে মুগ ডালে

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

ব্ল্যাক উইডো-র বিজ্ঞানসম্মত নাম ‘ল্যাট্রোডেক্ট্রাস’৷ এই প্রজাতির মাকড়সাদের মধ্যে কখনও কখনও স্ত্রী মাকড়সা যৌন সঙ্গমের পর খেয়ে ফেলে সেটির পুরুষসঙ্গীকে৷ সেই রীতি থেকেই নামকরণ ‘ব্ল্যাক উইডো’৷ এদের বিষে মৃত্যু না হলেও শারীরিক ক্ষতি হয় মারাত্মক৷ বিষধর না হলেও পৃথিবীতে অনেক রকমের মাকড়সা দেখা যায়৷ সম্প্রতি মহারাষ্ট্রে মাকড়সার দু’টি নতুন প্রজাতি আবিষ্কৃত হয়েছে৷ তাদের মধ্যে একটির নাম দেওয়া হয়েছে ‘ইকিয়াস তুকারামি’৷ মুম্বই পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ছিলেন তুকারাম ওম্বলে৷ ২৬-১১ হানায় তাঁর প্রাণের বিনিময়েই জীবন্ত ধরা সম্ভব হয়েছিল জঙ্গি আজমল কাসবকে৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral : venomous black widow spider : নিজের মনে জাল বুনছে তীব্র বিষাক্ত ব্ল্যাক উইডো! ভিডিও দেখে শিহরিত নেটদুনিয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল