আরও পড়ুন : ‘বাদাম কাকু’র পর এবার সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছেন ভাইরাল ‘বেলুন কাকু’! শুনেছেন? রইল ভিডিও
ভাইরাল ভিডিওর (Viral Video) শুরুতেই এক শিশুকে দরজা দিতে ঘরে ঢুকতে দেখা যায়। ঘরেই বিছানায় বসে ছিলেন একইরকম শাড়ি পরা চার মহিলা। সকলেরই পরনে ছিল হলুদ শাড়ি। হাতে চুড়ি। মুখ ঢাকা লম্বা ঘোমটায়। তারা সবাই শিশুটিকে কাছে ডাকছেন হাতের ইশারায়। এক মহিলা শিশুকে কোলে টেনে তুলে নেওয়ার চেষ্টাও করেন। মা ভেবে প্রথমে কোলে উঠতে চেয়েছিল সে। তবে মুহূর্তের মধ্যে ভুল ভাঙে। আবার ওই চার মহিলাকে ভাল করে দেখতে শুরু করে শিশুটি। এরপর সবাইকে অবাক করে বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই একেবারে শেষে বসে থাকা মহিলার দিকে এগিয়ে যায় সে। মুহূর্তে হাত বাড়িয়ে সোজা মায়ের কোলে উঠে পড়ে সে। মায়ের কোলে বসার পর একগাল হাসি হাসতেও দেখা যায় খুদেকে। সন্তানের জয়ে খুশিতে ভরে ওঠে মায়ের চোখও।
advertisement
ঘোমটা দিয়ে মুখ ঢাকা চার মহিলার মাঝখান থেকে মাকে খুঁজে বের করার ভিডিওটি শেয়ার করা হয়েছে status.fan.tranding। ইনস্টাগ্রামে শেয়ার করা এই ভিডিওটি (Viral Video) মন ছুঁয়েছে সকলের। গত ৬ মার্চ পোস্ট করা ভিডিও লাইক, শেয়ার বাড়ছে হু হু করে।
আরও পড়ুন : বিয়ের মণ্ডপেই চিৎকার করে কাঁদছেন, মাথা ঠুকছেন কনে! নেপথ্যের 'আসল' কারণ শুনলে চমকে যাবেন
আরও পড়ুন : কোন প্রাণী দুধ, ডিম দুটোই দেয়? বেশিরভাগ ব্যক্তিই উত্তর দিতে পারেননি! আপনি জানেন?
একইসঙ্গে ভাইরাল ভিডিওটি (Viral Video) দেখে কমেন্ট বক্সে মন্তব্য উপচে পড়ছে নেটিজেনদের। একদিকে যেমন খুদের বুদ্ধির তারিফ করেছেন কেউ কেউ। অন্যদিকে নেটিজেনদের একাংশের মতে, মায়ের গায়ের গন্ধই অন্যরকম। তাই মায়ের মুখ দেখা গেল কিনা, তাতে কিছুই আসে যায় না বলেই দাবি নেটিজেনদের। আপাতত মা এবং ছেলের মিষ্টি লুকোচুরি খেলায় মন মজেছে নেটিজেনদের। ভিডিও দেখে আবেগে ভাসছেন প্রায় সকলেই।