আরও পড়ুন : রসগোল্লাকে ইংরেজিতে কী বলে? ৯৯% মানুষই দিয়েছে ভুল উত্তর! আপনার কি জানা?
কাঁচা বাদাম স্রষ্টা ভুবন বাদ্যকর (Bhuban Badyakar) পেশায় একজন বাদাম বিক্রেতা। বাদাম বেচার সুবিধার জন্যই ভুবন বাদ্যকর বানিয়েছিলেন তার গান, যা পরবর্তীকালে ছড়িয়ে পড়ে কাশ্মীর থেকে কন্যাকুমারী (Viral Song)।
advertisement
এবার ভুবনের মতোই ভাইরাল হল এক পেয়ারা বিক্রেতার ভিডিও (Viral Video | Kancha Peyara)। তিনিও কাঁচা পেয়ারা বিক্রি করার ফাঁকে ফাঁকে সুরেলা গলায় গাইছেন গান। ভাষাটা শুধু হিন্দি।
এই পেয়ারা বিক্রেতার নাম কী বা তিনি কোথাকার বাসিন্দা সেটা এখনও জানা না গেলেও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি (Viral Song)। কিন্তু ভুবন বাদ্যকরের ক্যারিশ্মাকে এই গান টক্কর দিতে পারবে কিনা তা নিয়ে এখনও ধন্দে রয়েছে নেটিজেনরা।
আরও পড়ুন : মাসিকে ভালোবেসে বিয়ে বোনপোর! বর-কনে ঘরে ঢুকতেই তোলপাড়, থানায় ছুটল নব দম্পতি
উল্লেখ্য, এর আগে এক ঝালমুড়ি বিক্রেতার ভিডিও এমন ভাবেই ভাইরাল হয়েছিল (Viral Song)। বীরভূমের ইলামবাজারের জয়দেব কেন্দুলির বাসিন্দা ভগবত নন্দী। পেশায় তিনি ঝালমুড়ি বিক্রেতা। সাইকেলে ঘুরে ঘুরে ঝালমুড়ি বিক্রি করেন তিনি। বিগত ২৫ বছর ধরে এই পেশার সঙ্গেই যুক্ত রয়েছেন ভগবত।
ভুবন বাদ্যকরের সাফল্য দেখে তিনিও উদ্যোগী হয়ে বেঁধে ফেলেছিলেন একটি গান। গানের নাম ‘দিদি দিদি খাবেন মুড়ি’। গানটি বেশ জনপ্রিয়তাও পেয়েছিল ইতিমধ্যে। তবে ‘কাঁচা বাদাম’কে টক্কর দিতে পারেনি ঝালমুড়ি। উল্লেখ্য, এর আগে কাঁচা বাদামের অনুকরণে ‘ভাজা বাদাম’ গানও ভাইরাল হয়েছিল এবার কাঁচা পেয়ারা কী ভুবনের গানকে হারাতে পারবে ভাইরাল হয়ে? উত্তর দেবে আগামী দিন।