Viral News: মাসিকে ভালোবেসে বিয়ে বোনপোর! বর-কনে ঘরে ঢুকতেই তোলপাড়, থানায় ছুটল নব দম্পতি
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Viral News : নিজের মাসির সঙ্গে এক বছর চুটিয়ে প্রেমের পর আপাতত তাঁকেই বিয়ে করে বাড়ি ফিরেই তুমুল বিপাকে পড়লেন এই যুবক।
advertisement
advertisement
ঝাড়খন্ডের ছাত্রা গ্রামের বাসিন্দা সোনু রানা বর্তমানে হায়দ্রাবাদের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। বছর খানেক আগে নিজের মায়েরই ছোট বোনের প্রেমে পড়েন তিনি। সম্মতি ছিল উল্টো দিক থেকেও। ফলে এই প্রেমের ফুল ফুটতে সময় লাগেনি বেশিদিন। বিগত একবছর চুটিয়ে প্রেম করার পর এই সম্পর্ককে পরিনতি দিতে চেয়ে একটি শিব মন্দিরে গিয়ে বিয়ে সারেন দুজন।
advertisement
advertisement
পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে নিরাপত্তা চেয়ে সদর পুলিশ স্টেশনের দ্বারস্থ হন ওই দম্পতি। তাঁদের দাবি ‘ সম্মান বাঁচাতে’ তাঁদের খুন করতে পারে পরিবার। এর মধ্যেই দুজনকে আলাদা করতে হাজার চেষ্টা করলেও পরিবারের সব চেষ্টার বিরুদ্ধে সোনুর দাবি, তিনি এবং তাঁর স্ত্রী দুজনেই প্রাপ্ত বয়স্ক। তাই বিয়ের এবং একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিতেই পারেন তাঁরা।
advertisement
কিন্তু এই বিয়েকে মানা কার্যতই তাঁদের পক্ষে অসম্ভব বলে জানিয়েছে দুজনের পরিবার। তাঁদের দাবি হিন্দু রীতি অনুযায়ী পরিবারের মধ্যে নিকট আত্মীয়কে বিয়ে করা অবৈধ। শুধু তাই ই নয়, এহেন বিয়েতে সম্পর্কগুলিতেও জটিলতা সৃষ্টি হবে বলেই জানিয়েছেন তাঁরা। বোনকে বৌমা বলে মেনে নিতে কিছুতেই রাজি নন সোনুর মা বাবা। অন্যদিকে নাতিকে জামাই হিসেবে মেনে নেবেন না একথাও সাফ জানিয়েছেন দাদু।
advertisement
শেষমেশ হস্তক্ষেপ করে স্থানীয় থানার পুলিশ। দুপক্ষের পরিবারকে বুঝিয়ে বাড়ি পাঠানো হয় তাঁদের। ওই দম্পতির প্রাণহানির যাতে কোনও সম্ভাবনা না থাকে তাও নিশ্চিত করা হয়। কিন্তু ছেলেকে বাড়িতে ঢুকতে দিলেও বধূবরণের সানাইয়ের বদলে তুমুল অশান্তি শুরু হয়ে যায়। এই বিয়ে কোনও ভাবেই মেনে নেওয়া হবে না এবং মাসি এবং বোনপো দুজনে দুজনকে কিছুতেই বিয়ে করতে পারে না এমনটাই সাফ জানানো হয়েছে পরিবার সূত্রে।
advertisement