TRENDING:

'বিয়ে কবে করছে ছেলে...?' আপনি কি সামলাতে হিমশিম এই 'কাকিমাদের'? রইল দুর্ধর্ষ Desi টোটকা

Last Updated:

Viral || How to Manage These question: এমন আন্টি বা কাকিমদের চেনেন নিশ্চই? যাঁরা গোটা পাড়ার খবর রাখেন আর প্রায়ই পাড়ার বিবাহযোগ্য ছেলে-মেয়েদের বিয়ে নিয়ে প্রশ্ন করতে থাকেন?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভাইরাল ভিডিও: এমন আন্টি বা কাকিমদের চেনেন নিশ্চই? যাঁরা গোটা পাড়ার খবর রাখেন আর প্রায়ই পাড়ার বিবাহযোগ্য ছেলে-মেয়েদের বিয়ে নিয়ে প্রশ্ন করতে থাকেন? এইসব কাকিমাদের কথা শুনলে বেশিরভাগ মানুষই হেসে এড়িয়ে যান। আসলে এঁরা কখনওই বুঝতে পারেন না যে তাঁদের ক্রমাগত একই প্রশ্ন উল্টোদিকের মানুষগুলির বিরক্তির কারণ হয়ে উঠছে।
কী ভাবে বাঁচবেন এই আন্টিদের থেকে?
প্রতীকী ছবি।
কী ভাবে বাঁচবেন এই আন্টিদের থেকে? প্রতীকী ছবি।
advertisement

একবার বা দুবার নয়, বারবার একই প্রশ্ন করতে থাকেন এই পাড়ার কাকিমারা। এঁরা আসলে প্রত্যেক এলাকাতেই থাকেন। পাড়ার সেই 'গসিপ আন্টি' যাঁরা অল্পবয়সি মেয়েদের মনে করিয়ে দিতে ব্যর্থ হন না যে তাদের বিয়ে করা উচিত। তাঁদের এই অহেতুক কৌতূহল ও পরচর্চার অভ্যাসে বিরক্ত হয়ে কেউ কেউ এমন কথা বলে বসেন যা তাদের খারাপও লাগে। শুধু তাই নয়, এই সব প্রশ্নে মেয়েদের ক্ষেত্রে সামাজিক চাপও তৈরি হয় বিয়ের জন্য।

advertisement

আরও পড়ুন: আপনি কতটা বুদ্ধিমান? মাত্র এই 'তিনটি' প্রশ্নেই লুকিয়ে রয়েছে উত্তর! পরীক্ষা করে দেখতে চান?

পারিবারিক অনুষ্ঠান হোক বা হঠাৎ দেখা, এই কাকিমা অবশ্যই প্রশ্ন করবেন, "কবে বিয়ে করছ?"। এটা একটা ট্রাডিশন হয়ে গেছে। আপনিও কি তাঁদেরই একজন যারা বারবার এইসব প্রশ্ন এড়িয়ে ক্লান্ত হয়ে পড়েছেন?

advertisement

আরও পড়ুন: বিরিয়ানি থেকে লস্যির হাঁড়ি 'লাল' কাপড়েই কেন মোড়া থাকে? ৯৯% মানুষই জানে না উত্তর! আপনি জানেন তো?

এবার এই সমস্যার সমাধান জোগাড় করেছেন এক ট্যুইটার ব্যবহারকারী। এক কাপ চা দিয়েই এই ধরণের বিরক্তিকর আত্মীয় ও কাকিমাদের জব্দ করার টোটকা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এই ব্যক্তি। প্রসঙ্গত, প্রায় বেশিরভাগ ভারতীয় বাড়িতেই প্রতিদিন গরম চা দেওয়া হয় বাড়িতে আসা অতিথিকে। শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, ট্যুইটার ব্যবহারকারী চা বানাচ্ছেন, কিন্তু তাতে এমন কিছু রয়েছে যা আপনাকেও অবাক করবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এই 'স্পেশাল' চা তৈরিতে এলাচ, দারচিনি, আদা, লবঙ্গ নয়, লাল লঙ্কা ব্যবহার করা হচ্ছে। ভাইরাল হওয়া এই ভিডিও ক্লিপে, মশলাদার চা তৈরি করার জন্য একটি বড় পাত্র কুঁচি কুঁচি করে কাটা লঙ্কা দিয়ে ভরা হয়। ভালভাবে ফোটানোর পরে, চীনামাটির কাপে সেই চা পরিবেশন করা হয়। যে ট্যুইটার ব্যবহারকারী ক্লিপটি শেয়ার করেছেন তিনি রসিকতা করে পরামর্শ দিয়েছেন যে সমস্ত আন্টিরা এসে আপনাকে বিয়ে করতে বার বার পরামর্শ দিয়ে চলেছেন তাদের পরিবেশন করুন এই চা! সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই তুমুল ভাইরাল হয়েছে এই ভিডিও।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
'বিয়ে কবে করছে ছেলে...?' আপনি কি সামলাতে হিমশিম এই 'কাকিমাদের'? রইল দুর্ধর্ষ Desi টোটকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল